ঢাকা শুক্রবার, জুলাই ১১, ২০২৫
রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়॥পাসের হারে এগিয়ে সরকারী উচ্চ বিদ্যাল
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৭-১১ ০২:১৮:১৩

 চলতি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির তালিকায় রাজবাড়ী জেলার শীর্ষে রয়েছে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। তবে পাসের হারে শীর্ষে রয়েছে সরকারী উচ্চ বিদ্যালয়। 
 গতকাল ১০ই জুলাই প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।
 জানা গেছে, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল ২৬৬ জন। পরীক্ষায় অংশ নেয় ২৬৫ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২৩৯ জন এবং অকৃতকার্য হয়েছে ২৬ জন পরীক্ষার্থী। এ বছর এই বিদ্যালয় থেকে অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন জিপিএ-৫ পেয়েছে। এই বিদ্যালয়ে পাশের হার ৯০.১৯%।
 অন্যদিকে, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল ২৩৫ জন। পরীক্ষায় অংশ নেয় ২৩৪ জন। কৃতকার্য হয় ২১৯ জন, অকৃতকার্য হয় ১৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। পাসের হার ৯৩.৫৯%।
 রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন, এই অর্জনে আমরা খুশি। এর সবটুকু কৃতিত্ব আমার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের। আগামীতে আমরা আরও ভালো করবো এই আশা করছি।

 

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়॥পাসের হারে এগিয়ে সরকারী উচ্চ বিদ্যাল
রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাতকারী সেই মোক্তার পাকড়াও
 ফরিদপুর-ভাঙ্গা সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি॥চরম ভোগান্তির কবলে যাত্রী ও চালকরা
সর্বশেষ সংবাদ