ঢাকা শুক্রবার, জুলাই ১১, ২০২৫
রাজবাড়ীতে টানা বর্ষণে জেলার সকল নদ-নদীর পানি বেড়েছে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-১১ ০২:১৫:২০

 টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে রাজবাড়ী জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি বৃদ্ধি পেলেও এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। 
 গতকাল ১০ই জুলাই দুপুর ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের(পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী এম এ শামীম।
 রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, পদ্মা নদীর গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পানি ৬ দশমিক ১৩ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে পানির বিদৎসীমা ৮ দশমিক ২০ মিটার। পদ্মা ও হড়াই নদীর মহেন্দ্রপুর পয়েন্টে পানি ৬ দশমিক ৪৮ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে পানি বিদৎসীমা ১০ দশমিক ৫০ মিটার। পাংশার সেনগ্রাম পয়েন্টে পদ্মা নদীর পানি ৭ দশমিক ১৮ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে পানির বিপৎসীমা ১০ দশমিক ৫২ মিটার। এছাড়াও গড়াই নদীর কামারখালী ব্রীজ পয়েন্টে পানি ৪ দশমিক ৬৬ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে পানির বিপৎসীমা ৭ দশমিক ৭৫ মিটার।
 সূত্রটি থেকে আরও জানা গেছে, গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১৪ মিটার, মহেন্দ্রপুর পয়েন্ট পানি বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১৬ মিটার, পাংশার সেনগ্রাম পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৪৯ মিটার এবং কামারখালীর গড়াই নদীতে পানি বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২৬ মিটার।
 গতকাল ১০ই জুলাই এর তথ্য অনুযায়ী গোয়ালন্দ পয়েন্টে পানি বিপৎসীমার ২ দশমিক ০৭ মিটার নিচে রয়েছে। মাহেন্দ্রপুর পয়েন্টে পানি এখনো বিপৎসীমার ৪ দশমিক ০২ মিটার নিচে রয়েছে। পাংশার সেনগ্রাম পয়েন্টে পানি বিপৎসীমার ৩ দশমিক ৩৪ মিটার নিচে রয়েছে। এছাড়াও কামারখালীর গড়াই নদীতে পানি ৩ দশমিক ০৯ মিটার নিচে রয়েছে।
 রাজবাড়ী জেলায় গত একসপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি হলেও গত ৯ই জুলাই থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। ৯ই জুলাই রাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। গতকাল ১০ই জুলাই ভোর থেকে আবারো শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এদিনও বৃষ্টির পরিমাণ কমেনি।
 রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এ শামীম বলেন, টানা বৃষ্টির কারণে রাজবাড়ীর সকল নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে আতঙ্কিত হবার কোন কারণ নেই। পানি বিপৎসীমার অনেক নিচেই রয়েছে। মানুষের পানিবন্দি হবার এখনো কোন তথ্য পাওয়া যায়নি। বৃষ্টিতে কিছু এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। আমারা পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে তৎপর রয়েছি।

 

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়॥পাসের হারে এগিয়ে সরকারী উচ্চ বিদ্যাল
রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাতকারী সেই মোক্তার পাকড়াও
 ফরিদপুর-ভাঙ্গা সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি॥চরম ভোগান্তির কবলে যাত্রী ও চালকরা
সর্বশেষ সংবাদ