ঢাকা শুক্রবার, জুলাই ১১, ২০২৫
রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাতকারী সেই মোক্তার পাকড়াও
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৭-১১ ০২:১৭:৫২

রাজবাড়ীতে প্রতারণা করে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়া ওজোপাডিকোর সেই পিচরেট কর্মচারী (অবৈধ মিটার রিডারম্যান) মোঃ রেজাউল ইসলাম ওরফে মোক্তার বিশ্বাস (৪০)কে পুলিশ গ্রেফতার করেছে।
 গতকাল ১০ই জুলাই সন্ধ্যায় রাজবাড়ী সদর থানা ও গোয়ান্দ শাখা(ডিবি) দল যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুরের শিমুলতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
 গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুরের শিমুলতলী এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক মোক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
 মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে মোক্তারের অবস্থান নিশ্চিত করে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রাজবাড়ীতে আনা হয়েছে। 
 রাজবাড়ী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের(ওজোপাডিকো’র) পিচরেট কর্মচারী মোঃ রেজাউল ইসলাম ওরফে মোক্তার বিশ্বাস(৪০) কর্তৃক প্রতারণার মাধ্যমে গ্রাহকের বিদ্যুৎ বিলের এবং নতুন বিদ্যুৎ সংযোগের জামানতের বিপুল পরিমাণ টাকা আত্মসাতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়।
 জানা গেছে, প্রতারণার শিকার অর্ধশতাধিক গ্রাহক গত ২রা জুলাই এ বিষয়ে প্রতিকার চেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। এরপরই জেলা প্রশাসকের তাৎক্ষণিক হস্তক্ষেপে ফলে রাজবাড়ী ওজোপাডিকো লিঃ’র সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে পিচরেট কর্মচারী(মিটার রিডারম্যান) মোঃ রেজাউল ইসলাম মোক্তারের বিরুদ্ধে পেনাল কোডের ৪০৬/৪২০ ধারায় রাজবাড়ী থানায় মামলা নং-৫,  তাং-০২/০৭/২০২৫ দায়ের করেন। মামলায় পিচরেট কর্মচারী রেজাউল ইসলাম মোক্তার কর্তৃক গত ১লা জুলাই-২০২৩ থেকে ৩০শে ডিসেম্বর-২০২৪ তারিখ পর্যন্ত আলাদীপুর ও গোয়ালন্দ মোড় এলাকার বিভিন্ন স্থান থেকে ৪৭ জন গ্রাহকদের সাথে প্রতারণা করে বিদ্যুৎ বিলের আনুমানিক ১৬ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছেন বলে উল্লেখ করা দায়সারা মামলা দায়ের করেন। কিন্তু প্রকৃত পক্ষে মোক্তার বিশ্বাস ৫ শতাধিক গ্রাহকদের বিদ্যুৎ বিল ও ২শতাধিক বেশি নতুন সংযোগে কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছেন বলে জানা গেছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দায়সারা মামলা দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা চালানো হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে।
 ভুক্তভোগী গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরনারায়নপুর গ্রামের সেলিম রেজা ওরফে সেলিম মাস্টারের ছেলে মোঃ মোক্তার বিশ্বাস সদর উপজেলার আলীপুর ও শহীদওহাবপুর ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর ধরে ওজোপাডিকোর বিদ্যুতের মিটার রিডারম্যান হিসেবে হিসেবে কাজ করে আসছে। অভিযুক্ত মোক্তার বিশ্বাস রাজবাড়ী জেলার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড(ওজোপাডিকো)-এর পিচরেট কর্মচারী নিজেকে মিটার রিডার পরিচয় দিয়ে আলীপুর ও শহীদওহাবপুর ইউনিয়নে বিদ্যুৎ বিল তৈরি, গ্রাহকদের কাছ থেকে বিল সংগ্রহ, বিকাশের মাধ্যমে বিল আদায় এবং নতুন সংযোগের নামে অর্থ গ্রহণ করে থাকতো। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় দুই বছরে ২টি ইউনিয়নের শতাধিক গ্রাহকের কাছ থেকে মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সে এখন গাঢাকা দিয়েছে। এখন বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ওই সব গ্রাহকদের বকেয়া বিল পরিশোধ করার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।
 ভূক্তভোগী গ্রাহকরা জানায়, মিটার রিডারম্যান পিচরেট কর্মচারী রেজাউল ইসলাম মোক্তার অধিকাংশ গ্রাহককে ভুয়া বিল প্রদান করে, যা বিদ্যুৎ বিভাগের স্বাক্ষর ও লোগোসহ ছাপানো ছিল। এছাড়াও সে জালিয়াতি করে বিভিন্ন ব্যাংকের সীল নকল করে বিলের কাগজের ওপর ব্যাংকের সীল দিয়ে সই করে ও সরকারী রাজস্ব স্ট্যাম্প লাগিয়ে গ্রাহকদের বিল পরিশোধের কপি দিতো। তার এই প্রতারণার ফলে আমরা ভূক্তভোগী গ্রাহকগণ এখন প্রকৃত বিদ্যুৎ বিলের বিপরীতে আবার অর্থ পরিশোধের চাপের মুখে রয়েছি। যা সম্পূর্ণ অনৈতিক ও অবিচার। আমাদের যদি মাসের পর মাস বকেয়া বিল থাকতো তাহলে আমাদের সংযোগ বিচ্ছিন্ন করা হতো। কিন্তু সেটা করা হয়নি। যা থেকে বোঝা যায় যে বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার প্রকৌশলী এবং বিদ্যুৎ অফিসের কম্পিউটার ও লেজার বিভাগের দুর্নীতিবাজ কর্মচারীদের সহযোগিতায় বিদ্যুৎ বিলের ও নতুন সংযোগের কয়েক কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। 
 ভুক্তভোগী গ্রাহকদের দাবি উক্ত পিচরেট কর্মচারী রেজাউল ইসলাম মোক্তার ৫ শতাধিক গ্রাহকের টাকা আত্মসাত করে উধাও হয়ে গেছে।
 গোয়ালন্দ মোড়ের বাসিন্দা কোরবান গাজী বলেন, পিচরেট কর্মচারী রেজাউল ইসলাম মোক্তারকে আমাদের এলাকার বিদ্যুৎ অফিসের মিটার রিডার হিসেবে চিনি। তাকে আমি বিশ্বাস করে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ২০২৫ সালের চলতি সর্বশেষ বিল পর্যন্ত প্রত্যেক মাসের আমার বিদ্যুৎ বিলের টাকা দিয়েছি পরিশোধ করার জন্য। সে বিলের কাগজের ওপর ব্যাংকের সীল মেরে, স্ট্যাম্প মেরে আমার কাছে নিয়ে এসে বলতো বিল দিয়ে এসেছি। আমরা ব্যাংকের সীল ও স্ট্যাম্প দেখে বুঝতাম বিল পরিশোধ হয়ে গেছে। কিন্তু হঠাৎ বিদ্যুৎ অফিস আমার ১৫ মাসের ১লক্ষ ৩৩ হাজার টাকা বিল বকেয়া দেখিয়েছে। আমাকে এখন এই টাকা তারা পরিশোধ করতে বলছে। কিন্তু আমি কোন মাসের বিল বকেয়া রাখিনি, সব মাসের টাকা রিডারম্যান মোক্তারের কাছে দিয়েছি। এই ১৫ মাস বিদ্যুৎ বিভাগ থেকে আমার সংযোগ বিচ্ছিন্ন করে নাই। আমি এখন এতো টাকা কিভাবে পরিশোধ করবো। একইভাবে সে অন্যান্য গ্রাহকের টাকা হাতিয়ে নিয়েছে।
 এ বিষয়ে রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো লিঃ’র নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ সাংবাদিকদের দায়সারা বক্তব্য দেন। তিনি বলেন, আমরা কয়েকজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করেছি। তদন্তে গ্রাহকদের অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে। যে কর্মচারীর জড়িত থাকার অভিযোগ পাওয়া যাওয়ায় আমরা তাকে অব্যাহতি দিয়েছি। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 
 সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আত্মসাতকৃত অর্থের পরিমাণ কয়েক কোটি টাকা। অথচ সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলামের দায়ের করা দায়সারা মামলায় পরিমাণ দেখানো হয়েছে ১৬ লক্ষ ৪০ হাজার টাকা।
 সূত্রটি আরো জানায়, রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের টেক্সটাইল মিলস ফিডারের আওতাধীন এলাকায় বিগত বছরগুলোতে লাগানহীন দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ গ্রাহকের বিদ্যুৎ বিলের টাকা ও নতুন বিদ্যুৎ সংযোগের জামানতের টাকা আত্মসাত সহ মিটার টেম্পারিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে অভিযুক্ত পিচরেট কর্মচারী রেজাউল ইসলাম মোক্তারসহ অফিসের শক্তিশালী একটি চক্র। এই চক্রে বিদ্যুৎ অফিসের আ’লীগের সিবিএ নেতা, সংশ্লিষ্ট এলাকার প্রকৌশলী এবং বিদ্যুৎ অফিসের হিসাব শাখার কম্পিউটার ও লেজার কিপারসহ দুর্নীতিবাজ কিছু কর্মচারী। গত কিছুদিন আগে বিষয়টি ফাঁস হলে তোলপাড় শুরু হয় বিদুৎ অফিসে।   
 গ্রেফতারকৃত পিচরেট কর্মচারী মোক্তারকে রিমান্ডে নিলে গ্রাহকের বিলের ও নতুন বিদ্যুৎ সংযোগে কয়েক কোটি টাকা আত্মসাতের সাথে জড়িতদের দুর্নীতিবাজ চক্রের সন্ধান পাওয়া যাবে। 

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়॥পাসের হারে এগিয়ে সরকারী উচ্চ বিদ্যাল
রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাতকারী সেই মোক্তার পাকড়াও
 ফরিদপুর-ভাঙ্গা সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি॥চরম ভোগান্তির কবলে যাত্রী ও চালকরা
সর্বশেষ সংবাদ