ঢাকা শুক্রবার, জুলাই ১১, ২০২৫
দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৭-১১ ০২:১৬:৪৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়া সংলগ্ন বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। 
 দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিন প্রায় ২ থেকে ৩ হাজার মানুষ চলাচল করে। প্রায় ১৫০মিটার দীর্ঘ এই সাকোঁটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় থাকায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলেন। স্থানীয় কৃষকরা এই সাঁকো দিয়েই কৃষিপণ্য বাজারে আনা নেওয়া করেন। ফলে সাঁকোটি ভেঙ্গে যাওয়ায় তাদের অর্থনৈতিক কর্মকান্ডও ব্যাহত হচ্ছিল।
 গতকাল ১০ই জুলাই দুপুরে সাঁকোটির মেরামতের কাজ সরেজমিনে পরিদর্শন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান। 
 এ সময় স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বিলাস বেপারী ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিক বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, “দুই-তিন দিন আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে ও বিভিন্ন মিডিয়ায় জানতে পারি এই বাঁশের সাঁকো দিয়ে অনেক লোকজন যাতায়াত করে। বর্ষার শুরুতেই বাঁশগুলো পুরোনো হয়ে যাওয়ায় এটি বিভিন্ন স্থানে ভেঙ্গে গিয়েছিলো, এই জন্য দ্রুত সাঁকোটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়। তাছাড়া গুরুত্বপূর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিন অনেক ছাত্র-ছাত্রী যাতায়াত করে। কৃষি নির্ভর অনেক পরিবার আছে যারা কৃষিপণ্য আনা নেওয়া করেন তাদের দূর্ভোগ লাঘবে আমরা প্রাথমিকভাবে মেরামত করে দিচ্ছি। সামনে ২-৩ দিনের মধ্যে সাঁকোটি মেরামতের কাজটি সম্পন্ন হবে আশা করছি। 
 তিনি আরো বলেন, সাঁকোটির এখানে স্থায়ী ব্রিজের জন্য আবেদন করেছি। স্থানীয়দের মতে, সাঁকোটির দ্রুত সংস্কার সম্পন্ন হলে বহুদিনের দুর্ভোগের অবসান হবে এবং মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো হবে।

 

দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
 পাংশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জাবির আব্দুল্লাহ গ্রেফতার
গোয়ালন্দে ফুটবল খেলার মাঠ রক্ষা করলেন ইউএনও নাহিদুর রহমান
সর্বশেষ সংবাদ