ঢাকা শনিবার, জুলাই ১২, ২০২৫
নিজ উদ্যোগে এতিমখানা সড়ক চলাচলের উপযোগী করে দিলেন রাজবাড়ীর পৌরসভার সাবেক কাউন্সিলর সম্রাট
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-১১ ১৫:২৪:২৫

 রাজবাড়ী শহরের বেহাল অবস্থাও এতিমখানা সড়কের। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে গেছে এই সড়কটি। কয়েকদিনের টানা বৃষ্টিতে এই সড়কে জমে গেছে পানি, সৃষ্টি হয়েছে খানাখন্দ। চলাচলের অনুপযোগী সড়টিতে জমে থাকা পানি নিষ্কাশন ও রাবিশ ফেলে চলাচলের উপযোগী করেছে পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন সম্রাট।
 গতকাল ১১ই জুলাই সকালে এতিমখানা সড়কের নূরপুর জামে মসজিদ এলাকায় সড়কে জমে থাকা পানি নিষ্কাশন করে চলাচলের উপযোগী করার উদ্যোগ নেন সাবেক কাউন্সিলর সম্রাট। এ সময় সম্রাটের সাথে স্থানীয় এলাকাবাসীও যোগ দেয় কাজে।
 পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট বলেন, রাজবাড়ী শহরের ২নং রেলগেট থেকে এতিমখানা হয়ে নূরপুর জামে মসজিদ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সড়কটিতে দীর্ঘদিন ধরে কোন উন্নয়নের ছোয়া ও সংস্কার নেই। আমি পৌরসভার প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীকে এই রাস্তা সংস্কারের বিষয়ে কয়েকবার বলেছি। কিন্তু তারা এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। সড়কের মধ্যে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে মাঝেমধ্যেই দূর্ঘটনা ঘটছে। বিশেষ করে নূরপুর জামে মসজিদের আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। ফলে সেখানে মাঝেমধ্যেই দূর্ঘটনা ঘটছিলো। এছাড়াও রাস্তায় পানি জমে থাকায় নূরপুর জামে মসজিদে মুসল্লীদের যাতায়াত কষ্ট হচ্ছিল। তাই আমি নিজ উদ্যোগে নূরপুর জামে মসজিদ এলাকায় সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা করি এবং চলাচলের উপযোগী করার জন্য কিছু রাবিশ ফেলি।
 সাবেক কাউন্সিলর সম্রাট বলেন, এতিমখানার এই রোডটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। আমি পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত এই সড়কটি সংস্কার করে জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে তোলা হোক।

 

 

ইউনিয়ন পরিষদ যেন জন্ম নিবন্ধন বিক্রির বাজার॥নিয়ন্ত্রণ হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে!
রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাতকারী মোক্তারের আদালতে দোষ স্বীকার
 রাজবাড়ীতে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারীর সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ