ঢাকা শনিবার, জুলাই ১২, ২০২৫
রাজবাড়ীতে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারীর সম্মেলন অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৭-১১ ১৫:২৫:০৫

 রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারীর সম্মেলন গতকাল ১১ই জুলাই সকাল ১০টায় শহরের আজাদী ময়দানে বিআরইএলের কার্যালয়ে পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
 রাজবাড়ী পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চল সহকারী মোঃ দেলোয়ার হোসাইন বক্তব্য রাখেন।
 পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা লিয়াকত হোসেনের সঞ্চালনায় সম্মেলনে ফরিদপুর অঞ্চল টিমের সদস্য শামসুল ইসলাম আল-বরাটী, রাজবাড়ী-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নূরুল ইসলাম ও সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।
 এতে পৌরসভা ৯টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারী ও ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 সম্মেলনে বক্তারা আগামী ১৯শে জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে অংশগ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করেন। একই সঙ্গে, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাবনাময় আসনসমূহে বিজয়ের লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

ইউনিয়ন পরিষদ যেন জন্ম নিবন্ধন বিক্রির বাজার॥নিয়ন্ত্রণ হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে!
রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাতকারী মোক্তারের আদালতে দোষ স্বীকার
 রাজবাড়ীতে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারীর সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ