গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ন্ত্রণ হচ্ছে জন্মনিবন্ধন সনদ কেনাবেচা। মাত্র ৩ থেকে ৫ হাজার টাকায় কেনা যাচ্ছে গুরুত্বপূর্ণ এ সনদ, তাও আবার দেশের যে কোনো ইউনিয়ন পরিষদ থেকে। যত খুশি ততো। টাকা পরিশোধের এক থেকে ৭ দিনের মধ্যেই হাতে চলে আসছে জন্ম নিবন্ধন সনদ।
অভিযোগ রয়েছে, এ জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত কিছু ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তা। তারা ভুয়া তথ্য ব্যবহার করে এমন ব্যক্তিদের জন্ম সনদ তৈরি করে দিচ্ছে, যাদের জন্ম সংশ্লিষ্ট ইউনিয়ন তো দূরের কথা ওই জেলাতেই নয়।
এ প্রতিবেদকের হাতে জালিয়াতি করে তৈরি করা এমন অন্তত ৫জনের জন্ম নিবন্ধন সনদ রয়েছে। যা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র, এমনকি পাসপোর্টও তৈরি করেছেন কেউ কেউ। কারো আবার রয়েছে দুই থেকে তিনটি করে জন্ম নিবন্ধন সনদ। তাদেরই একজন রিশাদ মন্ডল, বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে।
অনুসন্ধানে তার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধন করা একটি, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়ন পরিষদ থেকে একটি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে নিবন্ধন করা একটি জন্ম নিবন্ধন সনদ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, ২০০৮ সালের ১লা জুলাই দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধন করা একটি জন্ম নিবন্ধন সনদ রয়েছে রিশাদ মন্ডলের। ওই জন্ম নিবন্ধন সনদ দিয়ে তিনি জাতীয় পরিচয় পত্রও তৈরি করেছেন। তবে ওই জন্মনিবন্ধন ও পরিচয়পত্রে তার জন্ম তারিখ ২রা জানুয়ারী ২০০৭ রয়েছে। এখন তিনি সৌদি আরব যাবেন, তাই বয়স বাড়িয়ে পাসপোর্ট তৈরি করতে হবে। জাতীয় পরিচয়পত্রে বয়স বাড়ানোর জন্য গত ২১শে এপ্রিল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়ন পরিষদ থেকে নতুন জন্ম নিবন্ধন সনদ তৈরি করেছিলেন তিনি, যেখানে জন্ম তারিখ দেন ২রা জানুয়ারী ২০০৪। ওই জন্ম নিবন্ধন সনদ দিয়ে নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের বয়স বাড়ানোর আবেদনও করেছিলেন রিশাদ। তবে ওই জন্ম নিবন্ধন সনদে ইস্যুর তারিখ ২০২৫ এর পরিবর্তে ২০০১ সাল লিপিবদ্ধ হয়। এছাড়াও জন্ম সনদে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার গরমিল হওয়ায় তার আবেদনটি বাতিল করে দেন নির্বাচন কর্মকর্তারা।
এরপর আবারও জালিয়াতির আশ্রয় নেন রিশাদ মন্ডল। গত ২৬শে এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে জন্ম তারিখ ২রা জানুয়ারী ২০০৪ দিয়ে আরও একটি জন্ম নিবন্ধন সনদ তৈরি করেন তিনি। একইভাবে আবারও জাতীয় পরিচয়পত্রের বয়স বাড়ানোর জন্য নির্বাচন অফিসে আবেদন করেন। তার এবারের আবেদনটিও বাতিল করে দেন নির্বাচন কর্মকর্তারা।
জন্ম নিবন্ধনের দেয়া ঠিকানা অনুযায়ী অনুসন্ধান করতে দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়ায় নিজ বাড়ীতে পাওয়া গেল রিশাদ মন্ডলকে। জানালেন, সৌদি আরব যাওয়ার জন্য তিনি ১জনের মাধ্যমে বয়স বাড়িয়ে জন্ম নিবন্ধন করেছেন। রাজবাড়ী নির্বাচন অফিসে বয়স বাড়ানোর আবেদন করেছিলেন। তবে তা বাতিল করা হয়েছে। যে কারণে তিনি এখন মানিকগঞ্জ নির্বাচন অফিসে নতুন জাতীয় পরিচয়পত্র করতে দিয়েছেন। খুব অল্প সময়ের মধ্যে নাকি নতুন জাতীয় পরিচয়পত্র পেয়ে যাবেন তিনি।
এতোসব জালিয়াতি তিনি নিজেই করছেন, নাকি কারো মাধ্যমে করছেন? এসব প্রশ্নের কোনো উত্তর দেননি রিশাদ। বাড়ীর সামনে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলার সময়ই সেখানে উপস্থিত হন তার বাবা বাবু মন্ডল। গণমাধ্যমকর্মীর সঙ্গে এতক্ষণ কথা বলার জন্য রিশাদকে ধমকিয়ে বাড়ীর মধ্যে নিয়ে যান তিনি।
জালিয়াতি করে জন্ম নিবন্ধন সনদ তৈরির বিষয়ে মোবাইল ফোনে মানিকদহ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মুন্নু মাতুব্বরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হোয়াটসঅ্যাপে রিশাদের জন্মনিবন্ধন সনদের কপি দেখতে চান। তার হোয়াটসঅ্যাপে জন্মনিবন্ধন সনদের কপি দিয়ে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি আর রিসিভ করেননি।
এর কিছুক্ষণ পর এই প্রতিবেদকের কাছে ফোন করেন মানিকদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম শহীদুল্লাহ বাচ্চু। তিনি বলেন, ‘মানুষমাত্রই ভুল হতে পারে। আমি আপনার সঙ্গে দেখা করে বিষয়টি সমাধান করব।’
জালিয়াতি করে জন্ম নিবন্ধন সনদ কীভাবে তৈরি করা হলো? এ প্রশ্নে তিনি বলেন, ‘আমার ও সচিবের ইউজার আইডি দিয়ে কাজ করে উদ্যোক্তারা। তারা ওপরে বসে কাজ করে জন্ম নিবন্ধন প্রিন্ট করে। আমি ও সচিব নিচে বসে কাগজগুলো স্বাক্ষর করে দেই। টাকা পয়সা কম হোক বা বেশি হোক খেয়ে বা না খেয়ে উদ্যোক্তারাই এ কাজ করেছে।’
অনুসন্ধানে আরও একটি জন্ম নিবন্ধন সনদ পায় এ প্রতিবেদক। যেটি নিবন্ধন করা হয়েছে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ থেকে। এ জন্মনিবন্ধনটি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রবিন ফকিরের। গত ২রা জুলাই এ জন্ম নিবন্ধন দিয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র করতে যান রবিন ফকির। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতেই ধরা পড়ে অসঙ্গতি। জন্ম নিবন্ধন সনদটি চাঁদপুর ইউনিয়নের, তবে তার স্থায়ী ঠিকানা দেয়া বসন্তপুর ইউনিয়নের। জন্ম নিবন্ধন সনদটি ইস্যু করা হয়েছে গত ১লা জুন। সনদে দেয়া জন্ম তারিখ অনুযায়ী তার মায়ের সঙ্গে বয়সের ব্যবধান মাত্র ১৫ বছর। এতোসব অসঙ্গতির কারণে তার পরিচয়পত্র তৈরি করেননি নির্বাচন অফিসের কর্মকর্তারা।
অনুসন্ধানে জানা গেছে, ২০১৬ সালের ৯ই ফেব্রুয়ারী বসন্তপুর ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধন করা একটি জন্ম নিবন্ধন সনদ রয়েছে রবিন ফকিরের। ওই জন্ম নিবন্ধন সনদে তার জন্ম তারিখ ৬ই মার্চ ২০০৮ রয়েছে।
এখন তিনি সৌদি আরব যাবেন, তাই বয়স বাড়িয়ে জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট তৈরি করতে হবে। তাই গত ১লা জুন তিনি চাঁদপুর ইউনিয়ন পরিষদ থেকে নতুন জন্ম নিবন্ধন সনদ তৈরি করেছেন, যেখানে জন্ম তারিখ দিয়েছেন ৬ই মার্চ ২০০৩।
রবিন ফকিরের সঙ্গে কথা হলে সৌদি আরব যাওয়ার জন্য জালিয়াতি করে সাড়ে চার হাজার টাকা দিয়ে জন্ম নিবন্ধন সনদ তৈরি করার কথা স্বীকার করেন তিনি। তবে এ জালিয়াতি তিনি নিজেই করছেন, নাকি কারো মাধ্যমে করছেন? তা নিয়ে কথা বলতে রাজি হননি রবিন।
বিষয়টি নিয়ে কথা বলতে ফরিদপুরের চাঁদপুর ইউনিয়ন পরিষদে গেলে সচিব কাজী ইমদাদুল হক দাবী করেন, কম্পিউটার চালানোর দক্ষতা কম থাকায় তিনি ভুল করে অনুমোদন দিয়েছেন রবিনের জন্ম নিবন্ধন সনদ।
তিনি বলেন, জন্ম নিবন্ধন সনদের আবেদনগুলো বাইরে থেকে করা হয়। আমি শুধু অনুমোদন করি। আমি বুড়ো হয়ে গেছি। কম্পিউটার ভালো বুঝি না। তাই যাচাই বাছাই করার ক্ষমতা আমার কম। এজন্য হয়তো চাপ দিয়ে ভুলে অনুমোদন দিয়ে দিয়েছি।
তার সার্ভারে ঢুকে দেখা গেল রবিনের জন্ম সনদ করার জন্য আবেদনের সঙ্গে রবিনের নামে তৈরি করা একটি এসএসসি পাশের ভুয়া সনদ যুক্ত করে দেয়া হয়েছে। অথচ প্রাথমিকের গন্ডিও পার হননি রবিন ফকির।
এদিকে অনুসন্ধানে পাওয়া আরও একটি জন্ম নিবন্ধন সনদ দেখে চোখ ছানাবড়া। রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের সুমন মুন্সীর জন্ম নিবন্ধন সনদ তৈরি করা হয়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের গেদুড়া ইউনিয়ন পরিষদ থেকে। এ জন্মসনদ দিয়ে তিনি রাজবাড়ী নির্বাচন অফিসে জাতীয় পরিচয় পত্রের বয়স বাড়ানোর আবেদন করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, ২০০৭ সালের ১৮ই জুলাই আলীপুর ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধন করা একটি জন্ম নিবন্ধন সনদ রয়েছে সুমন মুন্সীর। ওই জন্ম নিবন্ধন সনদে তার জন্ম তারিখ ২১শে জানুয়ারী ২০০৫ রয়েছে। এখন প্রবাসে যাওয়ার জন্য তিনি বয়স বাড়াতে গত ২৯শে এপ্রিল গেদুড়া ইউনিয়ন পরিষদ থেকে তৈরি করেছেন নতুন জন্ম নিবন্ধন সনদ। এ সনদে তার জন্ম তারিখ দিয়েছেন ২১শে জানুয়ারী ২০০৪।
অনুসন্ধানে পাওয়া সুমন মুন্সীর মোবাইল নম্বরে ফোন দেয়া হলে অপর প্রান্ত থেকে ফোনটি রিসিভ করেন এক নারী। তিনি সুমনের স্ত্রী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে জানান সুমন বাড়ীতে নেই। এর কিছুক্ষণ পর সুমনের আত্মীয় পরিচয় দিয়ে সাব্বির নামে একজন ফোন করেন এ প্রতিবেদককে। সাংবাদিক পরিচয় দিয়ে তার কাছে সুমনের গেদুড়া ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সনদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সুমন কোনদিনও ঠাকুরগাঁও বা গেদুড়া যাননি। তিনি (সুমন) প্রবাসে যাওয়ার জন্য একজনের মাধ্যমে বয়স বাড়িয়ে জন্ম নিবন্ধন সনদ তৈরি করেছেন। তবে সুমন কার মাধ্যমে এ জন্ম নিবন্ধন সনদ তৈরি করেছেন তা তিনি জানেন না।
গেদুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম বলেন, ‘এর আগেও আমার ইউনিয়ন পরিষদ থেকে কক্সবাজার ও বরগুনা জেলার দুইজনের জন্ম নিবন্ধন সনদ তৈরি করা হয়েছে। ওই সনদ দুটিতে আমার ও সচিবের স্বাক্ষর জাল ছিল। তবে আমাদের ইউজার আইডি থেকে কিভাবে জন্ম নিবন্ধন সনদ অনুমোদন হলো তা এখনো আমি বুঝতে পারছি না।’
অনুসন্ধানে পাওয়া গেছে রাজবাড়ী সদরের একটি ইউনিয়নের বাসিন্দা মোঃ রিমনকে। তিনিও প্রবাসে যাওয়ার জন্য একটি জন্ম নিবন্ধন সনদ থাকা সত্ত্বেও বয়স বাড়িয়ে তৈরি করেছেন আরও একটি জন্ম নিবন্ধন সনদ। এতে তার খরচ হয়েছে মাত্র চার হাজার টাকা। নিজের ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তাকে এ জন্ম নিবন্ধন সনদটি করে দিয়েছেন। তবে সনদটি নারায়ণগঞ্জের একটি ইউনিয়ন পরিষদের। এ জন্ম নিবন্ধন সনদ দিয়ে তিনি জাতীয় পরিচয়পত্র, এমনকি পাসপোর্টও তৈরি করেছেন। খুব দ্রুত সময়ের মধ্যে তিনি প্রবাসেও চলে যাবেন।
অনুসন্ধানে দেখা গেছে, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও কম্পিউটার দোকানীদের সমন্বয়ে গঠিত গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ন্ত্রণ হয় জন্ম নিবন্ধন সনদ কেনাবেচা। গ্রুপ সদস্যদের মধ্যে একেকটি জন্ম নিবন্ধন সনদ দেড় থেকে দুই হাজার টাকায় কেনাবেচা হলেও, গ্রাহক পর্যায়ে তা বিক্রি হয় তিন থেকে ৫ হাজার টাকা।
নাম প্রকাশ না করার শর্তে রাজবাড়ীর একটি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের এক উদ্যোক্তা বলেন, এমন অনেকগুলো গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। যেসব গ্রুপে এই জন্ম নিবন্ধন সনদগুলো কেনাবেচা হয়। দেড় থেকে দুই হাজার টাকা দিলে এক থেকে ৭ দিনের মধ্যেই হাতে পাওয়া যায় জন্ম নিবন্ধন সনদ।
গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই উদ্যোক্তা যুক্ত থাকায় তার আইডি দিয়েই গ্রুপে মেসেজ করেন এই প্রতিবেদক। একটা জন্মসনদ কি করে দেয়া যাবে? মেসেজ দেয়ার সঙ্গে সঙ্গেই একজন রিপ্লাই দিয়ে তার ইনবক্সে নক করতে বলেন। ইনবক্সে নক করলে তিনি মেসেজ পাঠান, ‘হাই হ্যালো না দিয়ে ডাইরেক্ট কাজের কথা বলেন। কল দেয়া নিষেধ।’
কী করতে হবে প্রশ্ন করতেই তিনি, আগের জন্ম নিবন্ধন সনদের কপি, বাবা-মায়ের এনআইডি কার্ডের কপিসহ আরও কিছু কাগজপত্র চাইলেন। আর জন্মনিবন্ধন সনদ রংপুরের ইউনিয়ন পরিষদ থেকে অথবা ঢাকা সিটি করপোরেশন থেকে বানিয়ে দেয়া যাবে বলে জানালেন। রংপুর থেকে করালে ১৪৫০ টাকা আর ঢাকা সিটি করপোরেশন থেকে করালে ১৭৫০ টাকা দিতে হবে বলেও জানালেন। টাকা পরিশোধ করলে পরদিনই জন্ম নিবন্ধন দিয়ে দেবেন বলে আশ্বস্ত করেন।
অনুসন্ধানে জানা গেছে, জন্ম নিবন্ধন সনদ তৈরি করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের আলাদা ইউজার আইডি রয়েছে। ওই আইডির পাসওয়ার্ড শুধুমাত্র তারা ছাড়া অন্য কারো জানার কথা নয়। তারা যদি চান তবেই অন্য কেউ জানতে পারবেন তাদের পাসওয়ার্ড। আর তাদের ইউজার আইডিতে কাজ করার ক্ষেত্রেও দুই-স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ইউজার লগইন করার সময় প্রথমে ইউজারনেম ও পাসওয়ার্ড দিতে হয়। লগইন করতে গেলে তাদের মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাঠানো হয়। ওটিপি নম্বর দিয়ে লগইন করে তারপর কাজ করতে হয়। আবার যে কেউ চাইলেই তাদের ইউজার আইডিতে ঢুকে সহজে কাজ করতে পারবে না। কারণ কিছুক্ষণ পরপরই লগ আউট হয়ে যায় তাদের ইউজার আইডি। প্রতিবার লগ আউট হওয়ার পর লগইন করার সময় মোবাইলে নতুন ওটিপি নম্বর আসে। ওটিপি কোড দিয়ে আবার লগইন করে কাজ করতে হয়।
তবে জন্ম নিবন্ধন তৈরির অধিকাংশ কাজটিই ইউপি সচিব করে থাকেন। তিনি জন্মনিবন্ধনের জন্য নাগরিকের আবেদন পত্র গ্রহণ করেন। আবেদনকারীর প্রদত্ত তথ্য, যেমন- জন্ম তারিখ, পিতা-মাতার নাম, ঠিকানা ইত্যাদি যাচাই করেন। প্রয়োজনে জন্মের প্রমাণ চাওয়া হয় (হাসপাতালের সনদ, মিডওয়াইফের রেকর্ড, ওয়ার্ড সদস্যের সুপারিশ ইত্যাদি)। জন্মনিবন্ধন সফটওয়ারে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করেন এবং জন্ম নিবন্ধনের খসড়া তৈরি করেন। সবশেষ আবেদন যাচাই শেষে জন্ম নিবন্ধন সনদ তৈরি করেন এবং এটি ইউপি চেয়ারম্যানের অনুমোদনের জন্য পাঠান। ইউপি চেয়ারম্যান সচিবের প্রস্তুত করা জন্মনিবন্ধন তথ্য যাচাই করে তাতে অনুমোদন দেন। এটি সাধারণত ডিজিটাল প্ল্যাটফর্মে ‘অ্যাপ্রুভ’ করার মাধ্যমে হয়ে থাকে। কখনো কখনো প্রিন্ট করা জন্ম নিবন্ধন সনদে চেয়ারম্যানের স্বাক্ষর প্রয়োজন হয় (যদি সনদটি হাতে লেখা বা স্থানীয় ব্যবস্থায় তৈরি হয়)।
এজন্য ইউপি সচিবের যোগসাজশ ছাড়া জালিয়াতি করে জন্ম নিবন্ধন সনদ তৈরি করা সম্ভব নয় বলে মনে করেন সচেতন মহল। জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সনদ যখন বাণিজ্যের পণ্য হয়ে ওঠে, তখন প্রশ্ন ওঠে পুরো প্রশাসনিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে! হাজার টাকায় তৈরি করা এসব সনদ ব্যবহার করে একজন অপরাধীও পেতে পারে নতুন পরিচয়। এতে চরম হুমকির মুখে পড়তে পারে জাতীয় নিরাপত্তা। তাই এ জালিয়াতিতে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সচেতন মহলের।
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, প্রতিদিনই নির্বাচন অফিসে এমন অনেক মানুষ ভোটার হতে আসে। যাদের বাড়ী এক ইউনিয়নে, অথচ জন্ম সনদ অন্য ইউনিয়নের। জন্ম নিবন্ধনের তারিখ অনুযায়ী তাদের মায়ের সঙ্গে বয়সের ব্যবধানের অনেক গড়মিল থাকে। মূলত তারা একটি জন্ম নিবন্ধন থাকা সত্ত্বেও বয়স বাড়িয়ে বা কমিয়ে জালিয়াতি করে জন্ম নিবন্ধন তৈরি করে ভোটার হতে আসে। এতে আমাদেরও চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এজন্য জালিয়াতি করে জন্ম নিবন্ধন তৈরি বন্ধ হওয়া উচিত।
জালিয়াতি করে জন্মসনদ তৈরির বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সোহরাব হোসেন বলেন, জালিয়াতি করে জন্ম সনদ তৈরির বিষয়ে আমার জানা ছিল না। ফরিদপুরে যদি কেউ এ ধরণের অপরাধ করে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।