ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
প্রধানমন্ত্রী ও শেখ রেহানার মাছ ধরার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১০-২৮ ১৪:২৩:২৩

বাংলাদেশ আওয়ামী লীগ গতকাল ২৮শে অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার কয়েকটি ছবি শেয়ার করেছে যা ছুটির দিনে তাদের মাছ ধরার আনন্দের মুহূর্ত ধারণ করেছে। ছবিগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন জয় করছে।

  বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ছুটির দিনের আনন্দময় মুহূর্তের তিনটি ছবি সম্বলিত একটি পোস্টে বলা হয়, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের ব্যস্ততার মধ্যেও মাসের যে কোনো ছুটির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের।’
  পোস্টটিতে আরও বলা হয়, ‘ছুটির দিনে বিশেষ করে ছোট বোন শেখ রেহানা তার পাশে থাকলে তো কথাই নেই, তাদের আনন্দের সীমা নেই। দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়-সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।’
  মাছ ধরার বড়শি এবং মাছের সাথে দুই বোনের হাস্যোজ্জ্বল ছবিগুলো ইতিমধ্যে রাত ৯টা পর্যন্ত প্রায় ৩২,০০০ রিঅ্যাকশন, ১২০০ মন্তব্য এবং ১৪০০টিরও বেশি শেয়ার পেয়েছে।            

ধর্মীয় শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস
বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে----বিএনপির মহাসচিব
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের আহবান
সর্বশেষ সংবাদ