রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার পারনারায়ণপুর গ্রামে চন্দনা নদীর গা ঘেঁষে ১৫ একর জমিতে করা হয়েছে ড্রাগন ফলের বাগান।
চলতি বছরের শুরুতে করা বাগানটিতে সারিবদ্ধভাবে লাগানো হয় ২২ হাজার ড্রাগন ফলের চারা। এর পাশাপাশি ড্রাগন ফলের চারার মাঝ দিয়ে লাগানো হয় হাইব্রিড জাতের ১ হাজার ৮০০ পেঁপের চারা। ছয় মাসের মধ্যে ৬-৭ ফুট উচ্চতার প্রতিটি পেঁপে গাছে প্রচুর পেঁপে ধরেছে। সাইজও ভালো হয়েছে। ইতিমধ্যে উৎপাদিত পেঁপে স্থানীয় বাজারে বিক্রি করা শুরু হয়েছে।
জানা গেছে, বাগানটি পাংশার কলিমহরের প্রয়াত ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন ওরফে পান্না মিয়ার। বাগানটি দেখভালের দায়িত্বে নিয়োজিতরা জানান, বাগানটি পরিচর্যার জন্য প্রতিদিন ৮-১০ জন কাজ করে। সবাই এই এলাকার। বাগানটি অনেক বড় হওয়ায় বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অনেক মানুষ দেখতে আসে।