ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
সাংবাদিক হত্যা-সন্ত্রাসী হামলা ও হয়রানীমূলক মামলার প্রতিবাদ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১০-৩০ ১৪:০৫:১৯

বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভা গতকাল ৩০শে অক্টোবর কক্সবাজার দ্যা হোটেল কক্স টুডে’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। 

  এতে সভাপতিত্ব করেন বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক। সভা সঞ্চালনা করেন মহাসচিব দীপ আজাদ। সভার শুরুতেই সাংবাদিক হাসিবুর রহমান রুবেলসহ সকল নিহত ও প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

  সভায় বরিশাল সাংবাদিক ইউনিয়ন, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নকে বিএফইউজেভূক্ত করার বিষয়ে তদন্ত কমিটির প্রধান মনজুরুল আহসান বুলবুল সার্বিক বিষয় তুলে ধরেন। সভায় সর্বসম্মতিক্রমে বরিশাল সাংবাদিক ইউনিয়ন ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নকে অভিভূত করার অনুমোদন গৃহীত হয়। ব্রাহ্মনবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের বিষয়টি আগামী সভায় উত্থাপনের সিদ্ধান্ত হয়। 

  এছাড়াও সাংবাদিক ও সংবাদ মাধ্যমকর্মী(চাকরি শর্তাবলী) আইন পাশ এবং নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়নসহ সাংবাদিক সমাজের বিভিন্ন দাবি ও সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ড ‘ক্লুলেস থাকায় চরম ক্ষোভ’ প্রকাশ কর হয়। খুনিদের অবিলম্বে গ্রেফতারসহ সারাদেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও ষড়যন্ত্রের মিথ্যা মামলার প্রতিবাদ জানানো হয়। 

  সভায় সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা।

  বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মধুসূদন মন্ডল, আফরোজা আক্তার ডিউ, মোশাররফ হোসেন, মাহবুব আলম নয়ন, যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, মহসিন কাজী, অমিত রায়, কোষাধ্যক্ষ মোঃ খায়রুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক সেবীকা রানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতার হোসেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি তৌহিদুল ইসলাম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি বুলবুল ফারাজি, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম খোকন, সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ,  কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি

আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সারোয়ার সোহেল ও  সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার  সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব , সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সোহেল রানা, গোপীনাথ দাস, নূরে জান্নাত আক্তার সীমা, নাজমুল হক সৈকত, উম্মুল সুইটি, আঙুর নাহার মন্টি, প্রদীপ ভট্টাচার্য,  কৌশিক দে বাপী, হুমায়ুন কবির, সৈয়দ শাহাবুদ্দিন আলম পন্টিসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ