জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে রাজবাড়ী জেলার কালুখালীতে ইউপি চেয়ারম্যান, সদস্য সচিবদের ৩দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স শুরু হয়েছে।
গতকাল ১লা নভেম্বর সকালে কালুখালী উপজেলা রিসোর্স সেন্টারের হল রুমে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান আনুষ্ঠানিকভাবে অবহিতকরণ কোর্সের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, কালুখালী থানার ওসি নাজমুল হাসান ও উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আগামীকাল ৩রা নভেম্বর ৩দিনের এই অবহিতকরণ কোর্স সমাপ্ত হবে। এতে কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য এবং সচিবগণ অংশগ্রহণ করছে।