ঢাকা মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
রাজবাড়ী সদরে মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন আইনে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-৩০ ১৫:৩৪:০৮

 রাজবাড়ীতে বিভিন্ন আইন বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
 গতকাল ৩০শে জুন বিকেলে সদর উপজেলার আহলাদীপুর ও রাজবাড়ী শহরের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংকন পাল, হাফিজুর রহমান এবং মোহাম্মদ আবু বকর সিদ্দিকী।
 অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৫৩ধারা লঙ্ঘনে অপরাধ স্বীকার করা ২টি প্রতিষ্ঠানের মালিককে দুটি মামলায় ২ হাজার টাকা, ৫৩ ধারা লঙ্ঘনের অপরাধ স্বীকার করায় একটি প্রতিষ্ঠানের মালিককে একটি মামলায় ২হাজার টাকা ও পরিবেশ সংরক্ষণ আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারার দুইটি মামলায় বাস ও ট্রাক ড্রাইভারকে ১হাজার টাকাসহ সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
 জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ইমরান হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মোঃ রাজু আহমেদ, মোহাম্মদ মানিক মিয়া ও আব্দুর রশিদ এবং জেলা পুলিশের একটি দল মোবাইল কোর্টের সহযোগিতা করেন।

 

লটারীর মাধ্যমে রাজবাড়ী পৌরসভার  ৯টি ওয়ার্ডে ওএমএস’র ডিলার চূড়ান্ত
দেশের উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে জেলা প্রশাসকের আহবান
রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কেরামত আলীর মামলার পরবর্তী তারিখ ২০ অক্টোবর
সর্বশেষ সংবাদ