ঢাকা মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
রাজবাড়ীতে বিদেশ গমনেচ্ছু কমীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-৩০ ১৫:৩৪:২৪

রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া নতুনপাড়ায় বিদেশ গমনেচ্ছুদের হয়রানী ও আর্থিক ক্ষতি প্রতিরোধে বাংলাদেশ রেমিটেন্স ওয়্যার ফাউন্ডেশনের পক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ৩০শে জুন সকালে রামকান্তপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেথুলিয়া নতুনপাড়া গ্রামে উঠান বৈঠকের আয়োজন করে এনজিও এসডিডিএ এবং সহযোগিতায় ছিল ক্লিলটন পাভেল হাওলাদার।
 বাংলাদেশ রেমিট্যান্স ওয়্যার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ফজলুল করিম সেখের সভাপতিত্বে আত্মনির্ভরশীল উন্নয়ন সংস্থার পিডি মোঃ কবির মোল্লা বক্তব্য রাখেন। 
 এছাড়াও বৈঠকে এনজিও এসডিডিএ’র পিও রেবেকা আক্তার, ব্যাংক এশিয়া পিএলসি নতুন বাজার রাজবাড়ী আউটলেটের কাস্টমার সার্ভিস অফিসার মোঃ আলাউদ্দিন মিয়া, কাস্টমার সার্ভিস অফিসার আহসানুল ইসলাম রাতুল ও মোঃ কবির মোল্লা বক্তব্য রাখেন।
 উঠান বৈঠকে স্বাগত বক্তব্য মোহাম্মদ আলাউদ্দিন মিয়া। এ সময় গ্রামের নারী-পুরুষসহ অনেকেই উপস্থিত ছিলেন।
 উঠান বৈঠকে বিদেশগামী নারী ও পুরুষ যাতে দালাল বা এজেন্সির মাধ্যমে বিদেশে যেতে কোনো ধরনের সমস্যা, হয়রানী এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ের উপর একটি সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। মূলত কি কি কারণে এবং কাদের জন্য বিদেশ গমনোচ্ছুক নারী পুরুষ কিভাবে বিভিন্ন প্রকার হয়রানী ও আর্থিক ক্ষতির সম্মূখীন হয়  এবং বিদেশে কাজ না পেয়ে আবার দেশে ফিরে আসে তার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। 
 বাংলাদেশ রেমিটেন্স ওয়্যার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল করিম শেখ বলেন, বিদেশে যাওয়ার পূর্বে দক্ষ মানব শক্তি তৈরি হওয়ার পরেই কেবলমাত্র বিদেশ যাওয়া উচিত। দালাল ছাড়া এবং ভুয়া রিক্রুটিং এজেন্সি বাদ দিয়ে সরকারী নিয়মের মধ্য দিয়ে ভিসা চেক করে সঠিক ভিসা হলে তবেই কর্মসংস্থানের জন্য বিদেশে যাওয়া ঠিক হবে। 
 তিনি বলেন, এখন থেকে যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের পাশে বাংলাদেশ রেমিট্যান্স ওয়্যার ফাউন্ডেশন ফ্রিতে সেবা প্রদান করবে। যাতে করে আমাদের দেশের কোন বিদেশগামী ভাই ও বোনেরা কোন প্রকার হয়রানী ও আর্থিক ক্ষতির সম্মুখীন না হয়। আর এই ধরনের সেবার জন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা ফি বা অন্য কোনো ধরনের অর্থ গ্রহণ করা হবে না।
 তিনি আরো বলেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যই আমাদের এই পদক্ষেপ। পর্যায়ক্রমে বাংলাদেশের সকল জেলায় বিদেশগামী মানুষের জন্য জেলা ভিত্তিক হেল্প সেন্টার খোলা হবে এবং তাদেরকে বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করবে।

 

লটারীর মাধ্যমে রাজবাড়ী পৌরসভার  ৯টি ওয়ার্ডে ওএমএস’র ডিলার চূড়ান্ত
দেশের উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে জেলা প্রশাসকের আহবান
রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কেরামত আলীর মামলার পরবর্তী তারিখ ২০ অক্টোবর
সর্বশেষ সংবাদ