রাজবাড়ী জেলার পাংশায় মর্নিং ফুটবল ক্লাবের আয়োজনে গতকাল ৪ঠা নভেম্বর বিকাল ৪টায় জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার প্রথমবারের মতো প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে পাংশা মর্নিং ফুটবল ক্লাব নামের একটি সংস্থা। ক্লাবের সাথে সংশ্লিষ্টরা প্রতিদিন ভোরে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্টিস করেন। প্রাক্টিসের পাশাপাশি ফুটবল খেলায় উৎসাহ যোগাতে এবং দর্শকদের বিনোদন দিতে প্রীতি ফুটবল ম্যাচের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
গতকাল শুক্রবার প্রথম ম্যাচে পাংশা মর্নিং ফুটবল ক্লাব ২-১ গোলে পাংশা উপজেলা একাদশকে পরাজিত করে। মর্নিং ফুটবল টিমের সৌমিক শেখ দুটি গোল করে। অপরদিকে পাংশা উপজেলা একাদশের আব্দুল্লাহ ১টি গোল করে বলে জানা গেছে।
পাংশা মর্নিং ফুটবল ক্লাবের মুখপাত্র মোঃ রফিকুল ইসলাম খান পলাশ জানান, তাদের ক্লাবের বিভিন্ন পেশাজীবির অন্তত ৩৫ জন সদস্য প্রতিদিন ভোরে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে নিয়মিত ফুটবল খেলা প্রাক্টিস করেন। চলতি বছরে অন্তত ২০টি ম্যাচ খেলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত করা এবং তরুণ প্রজন্মকে ফুটবল খেলায় আলোড়িত করাই মর্নিং ফুটবল ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি।