ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের শাহাদাব চৌধুরী বিজয়ী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-০৫ ১৪:৫৪:১১

ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
  নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮ হাজার ৭২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ জয়নুল আবেদীন বকুল মিয়া বট গাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৮৯ ভোট। 
  গতকাল ৫ই নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে(ইভিএম) ভোট গ্রহণ করা হয়।
  উপ-নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রগুলোতে ১ হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণ নির্বাচন ভবন থেকে এই নির্বাচন পর্যবেক্ষণ করেন।
  ফরিদপুর-২ আসনটি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। 
  সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। শাহাদাব আকবর লাবু চৌধুরী সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র।

সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক  প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় ঃ তথ্য উপদেষ্টা
পবিত্র ঈদুল আযহায় সরকারী ছুটি ১০দিন
ঢাকা পোস্টের ‘বর্ষসেরা কর্মী’ সম্মাননা পেলেন রাজবাড়ী প্রতিনিধি মীর সৌরভ
সর্বশেষ সংবাদ