ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
কালুখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষ্যে প্রেস ব্রিফিং
  • ফজলুল হক
  • ২০২২-১১-০৮ ১৩:০৯:২৬

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদ চত্ত্বরে আজ ৯ই নভেম্বর দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। 
  এ উপলক্ষ্যে গতকাল ৮ই নভেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 
  প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব বলেন, প্রযুক্তির উন্নয়নের সাথে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তির নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ, সমৃদ্ধ ও স্মার্ট করে গড়ে তুলতে দেশব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন করা হচ্ছে। মেলার স্টলগুলোতে বিভিন্ন সেবা পাওয়া যাবে।
  এ সময় অন্যান্যের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মিলন হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদসহ কালুখালীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ