রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৯ই নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিগণ মেলার স্টলগুলো পরিদর্শন করেন। দিনব্যাপী এই মেলায় বিভিন্ন সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও অনান্য প্রতিষ্ঠানের মোট ৪৫টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ, অর্জন, পরিকল্পনা ও অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিকালে একই স্থানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও সেরা স্টলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।