ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
গোয়ালন্দের কাটাখালী বাজার ও অন্তার মোড়ের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-০৯ ১৩:৪০:০০

অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কাটাখালী বাজার ও অন্তারমোড়ের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 
  গতকাল ৯ই নভেম্বর অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে জরিমানা করা হয়।
  অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় কাটাখালী বাজারের শহর আলী স্টোর, ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার ও বঙ্গশপ ফাস্টফুড এবং অন্তারমোড়ের ওয়াজেদ স্টোর ও মুইন মোল্লা মিষ্টান্ন ভান্ডারকে ১হাজার টাকা করে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
  গোয়ালন্দ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

 

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ