ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১১-০৯ ১৩:৪১:২২

রাজবাড়ী জেলার গোয়ালন্দে নানা আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। 
  এ উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৯ই নভেম্বর সকালে প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 
  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ সামাদ মোল্লা, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার এসআই মনির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে অতিথিগণ মেলার স্টলগুলো পরিদর্শন করেন। 
  এছাড়াও সেরা উদ্ভাবনী কার্যক্রমের জন্য অংশগ্রহণকারী স্টলগুলোকে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরীতে পুরস্কার প্রদান করা হয়। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা সমাপ্ত হয়। 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ