ঢাকা মঙ্গলবার, মে ১৩, ২০২৫
পূজা উদযাপন পরিষদের বহরপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত
  • ওয়াজেদ আলী
  • ২০২২-১১-১১ ১৩:১১:৩৬

পূজা উদযাপন পরিষদের বহরপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল ১১ই নভেম্বর সকালে বহরপুর বাজার কালী ও দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

  বহরপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কমল কান্তি সাহার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি রামগোপাল চট্টপাধ্যায়, বিশেষ অতিথি হিসাবে বালিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র মন্ডল ও স্বাগত বক্তা হিসেবে বহরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক অলোক কুমার ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন বহরপুর বাজার কালী ও দুর্গা মন্দিরের সভাপতি বিপ্লব কুমার পাল। 

  সম্মেলনে প্রভাষ কুমার দাসকে সভাপতি, বিপ্লব কুমার পালকে সাধারণ সম্পাদক ও শুভজিৎ দাসকে কোষাধ্যক্ষ করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের  ওপর হামলার মামলায় সুজ্জল-সোহেল জেল হাজতে
নাশকতার মামলায় রতনদিয়া ইউনিয়ন  যুবলীগের সেক্রেটারী মিজানুর গ্রেফতার
গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফের যোগদান
সর্বশেষ সংবাদ