চার বছরের শিশু কন্যা শাহনাজ মল্লিকাকে নিয়ে এক ঘন্টা ধরে ফরিদপুর বাস টার্মিনালের সামনে দাঁড়িয়ে আছেন মুনতাসিনা আক্তার(৩০)। যাবেন বগুড়ায় বাবার বাড়ীতে। মুনতাসিনার মা অসুস্থ, তাই জরুরী ভিত্তিতে যেতে হবে তাকে।
এদিকে ফরিদপুরে গতকাল ১১ই নভেম্বর সকাল ৬টা থেকে চলছে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। তাই বন্ধ দূরপাল্লার সকল বাস।
কথা হয় বন্ধ কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা মুনতাসিনার সাথে। তিনি জানান, তার স্বামীর বাড়ী ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে। তিনি জানতেন দুপুর থেকে বাস চলাচল বন্ধ। মায়ের অসুস্থতার খবর জেনে বাবার বাড়ী বগুড়ায় যেতে সকালে অটোরিক্সায় করে শিশু কন্যা শাহনাজকে নিয়ে টার্মিনালে এসে বিপাকে পড়েছেন। তিনি একবার একে, একবার ওকে জিজ্ঞাসা করছেন বগুড়া যাওয়ার কোন পথ আছে কিনা? মুনতাসিনা বলেন, জনগণের জন্যই তো রাজনীতি। সেই রাজনীতি যদি জনগণকে ভোগান্তিতে ফেলে সে রাজনীতির কোনো প্রয়োজন নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, আমি কী এখন শিশু কন্যাকে নিয়ে হেঁটে হেঁটে বগুড়া যাবো ?
ফরিদপুর জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোঃ নাছির বলেন, ১১ই নভেম্বর সকাল ৬টা থেকে শুরু হওয়া তাদের ধর্মঘট ১২ই নভেম্বর রাত ৮টা পর্যন্ত চলবে। এ সময় ফরিদপুর বাস টার্মিনাল থেকে আঞ্চলিক বাস, মিনি বাস ও দূর পাল্লার কোন বাস চলাচল করবে না। এ ধর্মঘটের সাথে সংহতি প্রকাশ করে বিআরটিসির বাসও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বিআরটিসির সহকারী পরিচালক মোজাম্মেল হাসান বলেন, শুক্র ও শনিবার ফরিদপুর থেকে সব পথে বিআরটিসির বাস চলাচল বন্ধ থাকবে। এছাড়া ফরিদপুর শহরের মাইক্রোবাস মালিক-চালকদেরও মাইক্রোবাস বন্ধ রাখতে বলেছে আওয়ামী লীগ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাইক্রোবাস চালক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু বলেন, তাদের মহাসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্যই বাস ধর্মঘট ডাকা হয়েছে।