ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালীতে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ
  • ফজলুল হক
  • ২০২২-১১-১৪ ১৪:০০:৪০

সরকারী কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাজবাড়ীর কালুখালী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের ফসলের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। 

  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৪ই নভেম্বর বিকালে উপজেলা রিসোর্স সেন্টারের সামনে প্রধান অতিথি হিসাবে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। 

  কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, উপজেলা কৃষি অফিসার কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপেেজলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাওরাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মদাপুর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান মজনুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  কালুখালী উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এই কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৩ হাজার ৮০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হবে। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ