ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
পাংশায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় স্কাউটস’র কাউন্সিল অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২২-১১-১৫ ১৩:৩৯:৩৪

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল ১৫ই নভেম্বর বাংলাদেশ স্কাউটস পাংশা উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

  কাউন্সিলে সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম পুননির্বাচিত হয়েছেন।

  গতকাল ১৫ই নভেম্বর সকাল ১১টায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ ও স্কাউটস’র ফরিদপুর জোনের উপ-পরিচালক মোঃ শামীমুল ইসলাম বক্তব্য রাখেন। অতিথিবৃন্দ স্কাউটস কার্যক্রম গতিশীল করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা শিক্ষা অফিসার কেএম নজরুল ইসলাম, পাংশা শাহজুই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন ও পাংশা উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি একেএম শরিফুল হুদা সাগর প্রমূখ বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে ত্রি-বার্ষিক প্রতিবেদন উপস্থাপনা করেন সংস্থার সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম।

  সম্মেলনে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি পদে অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম, গ্রুপ সভাপতি মোঃ মোতাহার হোসেন, আব্দুল গফুর, কার্তিক চন্দ্র সরকার ও লুবনা নাসরিন, কমিশনার গ্রুপ সভাপতি রাশেদা খাতুন, কোষাধ্যক্ষ পদে জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক পদে আরিফুল ইসলাম, গ্রুপ সভাপতি রতন কুমার অধিকারী, মাহফুজুর রহমান, মুহাম্মদ শাহাদত আলী ও মোঃ আব্দুর রাজ্জাক, ইউনিট লিডার, শেখ ইসমাইল হোসেন, অগ্রদূত চক্রবর্তী এবং সহযোজিত সদস্য ইউনিট লিডার আব্দুল করিম, মোঃ সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মোঃ ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অনেকেই পুননির্বাচিত হয়েছেন।

  অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ