ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ী সদরের রামকান্তপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে নবাগত ডিডিএলজি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-১৭ ১৩:১৫:০৫

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার নবাগত উপ-পরিচালক(উপ-সচিব) আসাদুজ্জামান রিপন গতকাল ১৭ই নভেম্বর সকালে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। 

  পরিদর্শনকালে তিনি বিভিন্ন নথিপত্র যাচাই করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং এলজিএসপি-৩ প্রকল্পের কার্যক্রম মনিটরিং করেন। 

  এছাড়াও তিনি যথাসময়ে জন্ম ও নিবন্ধন করার উপর গুরুত্ব আরোপ করেন এবং জন্ম-মৃত্যু নিবন্ধনে সরকার নির্ধারিত ফি নেয়ার নির্দেশনা দেন। এর পাশাপাশি তিনি ইউনিয়নের এক ইঞ্চি জায়গাও যাতে অনাবাদী না থাকে সে ব্যাপারে জনগণকে সচেতন করার পরামর্শ দেন। 

  এ সময় রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব মোল্লা বাবু, এলজিএসপি-৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর(ডিএফ) মোহাম্মদ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার শাখার উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সফিকুল ইসলাম, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যগণ ও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ডিডিএলজি) পদে গত ১৩ই নভেম্বর সদ্য সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন যোগদান করেন। তিনি ভারপ্রাপ্ত ডিডিএলজির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। 

  এর আগে গত ২৮শে আগস্ট আসাদুজ্জামান রিপন রাজবাড়ী কালেক্টরেটে যোগদান করে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)’র দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে তিনি উপ-সচিব পদে পদোন্নতি পান এবং তাকে সরকার শাখার উপ-পরিচালক পদে পদায়ন করা হয়। রাজবাড়ী জেলায় যোগদানের পূর্বে তিনি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।     

  উল্লেখ্য, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ডিডিএলজি) পদে গত ১৩ই নভেম্বর সদ্য সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন যোগদান করেন। তিনি ভারপ্রাপ্ত ডিডিএলজির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। 

  এর আগে গত ২৮শে আগস্ট আসাদুজ্জামান রিপন রাজবাড়ী কালেক্টরেটে যোগদান করে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)’র দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে তিনি উপ-সচিব পদে পদোন্নতি পান এবং তাকে সরকার শাখার উপ-পরিচালক পদে পদায়ন করা হয়। রাজবাড়ী জেলায় যোগদানের পূর্বে তিনি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ