রাজবাড়ী জেলায় গতকাল ১০ই এপ্রিল সকাল ১০টায় জেলার ২২টি মূল কেন্দ্রে ও ১২টি ভেন্যুতে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে মোট ১৪,৪৩০জন পরীক্ষার্থীর মধ্যে জেলায় ২৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনে বাংলা-১ম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়।
জানা গেছে, রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ১৪,৪৩০ জন। এর মধ্যে প্রথম দিনেই জেলায় ২৩৩ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে এসএসসিতে ১৩৪জন, দাখিলে ৭১জন ও ভোকেশনালে ১৮জন অনুপস্থিত ছিলেন। প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ১৯৭ জন পরীক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় কোন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান বলেন, ১ম দিনের পরীক্ষায় কোন অসুদপায় অবলম্বন ছাড়াই ২২টি পরীক্ষা কেন্দ্রে ও ১২টি ভেন্যুতে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পরীক্ষা চলাকালে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার গতকাল ১০ই এপ্রিল এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।