ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
পাংশা বাজারে ফুটপাত অবৈধ দখল করে দোকান॥পথচারীদের ভোগান্তি
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০৪-১০ ১৫:৩২:৫০

রাজবাড়ী জেলার পাংশা বাজারের স্টেশন রোড ও কালীবাড়ী তিন রাস্তা মোড় ব্যস্ততম সড়কের দুই পাশে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ফুটপাত দখল করে বসানো হয়েছে বিভিন্ন দোকানপাট। ফুটপাতে দোকানের কারণে পথচারীদের ভোগান্তি ও যানজট সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার রয়েছে।
 জানা গেছে, ব্যস্ততম এসব সড়কের দুই পাশে গড়ে উঠেছে বাণিজ্যিক ভবন। বাণিজ্যিক ভবনের মাঝখান দিয়ে সড়ক। ফুটপাত ও অনেকাংশে রাস্তা দখল করে দোকানপাট বসানো এবং রাস্তার পাশে অটো বাইকের সিরিয়ালের কারণে রাস্তার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। ফলে পথচারীদের চলাফেরায় ভোগান্তিসহ যানজটের কবলে পড়া নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
 এদিকে ফুটপাথ থেকে সকল ফলের দোকান বাজারের এক জায়গাতে স্থানান্তরের সুখবর দিলেন পাংশা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি, পাংশা পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাহারাম হোসেন সরদার।
 যোগাযোগ করা হলে গতকাল ১০ই এপ্রিল দুপুরে তিনি দৈনিক মাতৃকণ্ঠের এ প্রতিনিধিকে জানান, ফুটপাতের সকল ফল ব্যবসায়ীদের সম্মতিতে তাদের সকলকে বাজারের এক জায়গায় স্থানান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
 পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাহারাম হোসেন সরদার আরো বলেন, জনদুর্ভোগ দূরীকরণ এবং ব্যবসায়ীদের সুবিধার্থে বিষয়টি নিয়ে ইতোমধ্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা পৌর প্রশাসক এস.এম. আবু দারদা’র সাথে আলোচনা হয়েছে। ফল ব্যবসায়ীদের দোকান বরাদ্দের জন্য ইতোমধ্যে লটারী সম্পন্ন হয়েছে। খুব শিঘ্রই ফল ব্যবসায়ী সকলকে ফুটপাত থেকে বাজারের এক জায়গাতে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 এ ব্যাপারে একাধিক ফল ব্যবসায়ী জানান, তারা কেউই রোদ বৃষ্টি মাথায় নিয়ে ফুটপাতে ব্যবসা করতে চান না। ফুটপাত থেকে সকল ফল ব্যবসায়ীকে বাজারের এক জায়গাতে স্থানান্তর হওয়ার ক্ষেত্রে তারা একমত পোষণ করেন। 

 

জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন নদেশ পরিচালিত হোক বিএনপি তা চায়না---মিন্টু
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দৌলতদিয়ায় বিক্ষোভ মিছিল
পাংশা শহরে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ