গাজায় মুসলমানদের উপর ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে গতকাল ১১ই এপ্রিল বিকাল ৩টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি গাজী মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলি খান, জেলা প্রশিক্ষণ সম্পাদক ডাঃ ইমান আলী, জেলা শাখা সদস্য মোঃ শাহজাহান মিয়া, এডঃ মমজাজুল ইসলাম, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ সূর্যনগর শাখার সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ খোকনুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বর হত্যাকান্ড ও হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। পাশাপাশি সমস্ত ইসরাইলী পণ্য বাংলাদেশ হতে বয়কটের জোর দাবি করা হয়।