ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
বালিয়াকান্দির মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি আলী
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১১-২৭ ১৩:২৯:০২

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসান আলী।

  গতকাল ২৭শে নভেম্বর দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানার সভাপতিত্বে বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। 

  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত অভিভাবক সদস্য আলমগীর হোসেন সভাপতি পদে আবুল হাসান আলীর নাম প্রস্তাব করলে বাকি সদস্যগণ তাকে সমর্থন করেন। ফলে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছমির উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

  উল্লেখ্য, গত ২১শে নভেম্বর মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য এবং শিক্ষক প্রতিনিধি সদস্য পদের নির্বাচিত হয়। পরবর্তীতে নির্বাচিতরা সভাপতি নির্বাচিত করেন। 

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ