রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১২ই মার্চ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পৃথক ৩টি সভা অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে রয়েছে ২৫শে মার্চ গণহত্যা দিবস-২০২৫ এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ যথাযেগ্য মর্যাদায় পালনে প্রস্তুতিমূলক সভা, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পর্যায়ে আইসিটি বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে মার্চ/২০২৫ মাসের পাংশা উপজেলা আইসিটি বিষয়ক সভা।
প্রথমে ২৫শে মার্চ গণহত্যা দিবস-২০২৫ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে অন্যান্য সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ আসলাম হোসেন, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামনিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।