বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী পৌরসভা শাখার উদ্যোগে নির্মাণ শ্রমিকদের নিয়ে গতকাল ১২ই সেপ্টেম্বর রাতে শহরের আজাদী ময়দানে বিআরইএলের কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশ রাজবাড়ী পৌরসভা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশের পৌরসভা সেক্রেটারি মামুন শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারী কবির উদ্দিন বক্তব্য রাখেন।