রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গতকাল ১৩ই মার্চ বিকালে উপজেলার কশবামাজাইল বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ বিক্রেতা আরিয়ান আহমেদ সম্রাট (২৩)কে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
ধৃত সম্রাট পাংশা উপজেলার মৌরাট ইউপির রূপিয়াট গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩টার দিকে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এএসআই পরিতোষ মজুমদারসহ সঙ্গীয় পুলিশ কসবামাজাইল বাজারের তিন রাস্তার মোড় থেকে সম্রাটকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করে। একই সাথে পুলিশ মাদক বিক্রি কাজে ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
এ ব্যাপারে এসআই জোবাইন ফেরদৌস বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।