“সেভ এনআইডি-প্রটেক্ট ভোটার লিস্ট” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে নির্বাচন কমিশন এ্যাসোসিয়েশনের কর্মকর্তার আয়োজনে গতকাল ১৩ই মার্চ সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল আমিন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘সম্প্রতি একটি ঘোষণার মাধ্যমে সরকার এনআইডি কার্ডের সকল কাজ অন্য দপ্তরে স্থানান্তরের কথা বলেছেন। যদি এনআইডি কার্ড নির্বাচন কর্মকর্তাদের থেকে নিয়ে যাওয়া হয়, তবে ভোটার তালিকা ও গণতন্ত্র ব্যাহত হবে। ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র একে অপরের সাথে সম্পৃক্ত। যদি এনআইডি সেবা ইসির বাইরে নেওয়া হয়, তাহলে এটি বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং শুদ্ধতা হারাবে। তাই তারা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার আহ্বান জানান।