রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গতকাল ৭ই জুলাই সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাজহারুল ইসলাম বক্তব্য রাখেন।
সভার শুরুতে জুলাই মাসব্যাপী সকল অনুষ্ঠানমালা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যের সঞ্চালনায় জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন সরকার, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপপরিচালক মোহাঃ সাইফুল ইসলাম, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)প্রফেসর মোঃ আবু জিহাদ আনসারী, রাজবাড়ী সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আশরাফ হোসেন খান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম হাফিজুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ আমানুল্লাহ আহমেদ, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা শিল্পকলার কালাচারাল অফিসার আল মামুন বিন সালেহ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস ও শিক্ষার্থী প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সরকার জুলাই মাসব্যাপী বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছে। আমরা জেলা প্রশাসনসহ সকল দপ্তর এই প্রোগ্রামগুলো যথাযথভাবে বাস্তবায়ন করবো।
জানা গেছে, জেলায় ১৪ই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে, একই দিন জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভূমিকা নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী, ১৮ই জুলাই জেলায় প্রতীকী ম্যারাথন, ১৯শে জুলা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন, একই দিন জেলায় বৃক্ষরোপণ, ২১শে জুলাই দেশের সকল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের স্মরণে অনুষ্ঠান ও দোয়া মাহফিল, ২৪শে জুলাই শিশু শহীদের স্মরণে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রীক কবিতা, গান, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সৃজনশীল রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, একই দিন শিশু একাডেমিতে জুলাইয়ের শিশু শহীদদেরকে থিম করে একটি আইনকনিক ভাস্কর্য স্থাপন, একই দিন জেলার স্কুলগুলোতে জুলাই ২৪ নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন, ২৮শে জুলাই জেলায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে অনুষ্ঠান, রক্তদান কর্মসূচী ও মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে, ৩১শে জুলাই জেলার সমস্ত কলেজে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন, একই দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, সৃজনশীল রচনা, কবিতা আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি, ১লা আগস্ট(৩২ জুলাই) গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন, ২রা আগস্ট(৩৩ জুলাই) ডিসি অফিসে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশসহ জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন, ৪ঠা আগস্ট(৩৫ জুলাই) সারা দেশের ডিসি অফিসগুলোতে এলাকাভিত্তিক জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান, প্রধান উপদেষ্টা মহোদয়ের আহতদের ভিডিও বার্তা প্রেরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান, একই দিন ঝঢ়ড়ঃ ষরমযঃ ড়হ লঁষু ঐবৎড়বং সহ জুলাই নিয়ে বানানো চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন, ৫ই আগস্ট(৩৬ জুলাই) ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণসহ জেলায় বিভিন্ন প্রোগ্রাম রয়েছে।