ঢাকা রবিবার, জুলাই ৬, ২০২৫
রাজবাড়ীতে উল্টো রথ টানার মধ্যদিয়ে রথযাত্রা সম্পন্ন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-০৫ ১৬:০০:১৯

 রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশ এবং উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এর আগে গত ২৭শে জুন রথযাত্রা উৎসব শুরু হয়।
 গতকাল ৫ই জুলাই বিকেলে রাধা গোবিন্দ জিউর মন্দির সংলগ্ন থেকে বর্ণিল সাজে সজ্জিত রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে লক্ষ্মীকোল হরিসভা(পুরাতন হরিসভা) মন্দিরে নিয়ে আসেন। রথটানা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নারী, পুরুষ ও শিশু-কিশোরসহ কয়েক হাজার পুণ্যার্থী রথ টানায় অংশ নেয়।
 সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। রথযাত্রার শুরুতে ভগবানরা যান মাসির বাড়ী এবং উল্টো রথ মানে সেই মাসির বাড়ী থেকে ফিরতি যাত্রা। এই পুণ্য তিথিতে গাছ লাগানো খুব শুভ বলে ধরা হয়। জ্যোতিষ মতে, বাস্তু অনুসারে এইদিন একটি উপযুক্ত গাছ লাগালে দুর্ভাগ্য কেটে যায় ও আর্থিক উন্নতি ঘটে।
 উল্টো রথযাত্রায় লক্ষ্মীকোল হরিসভা মন্দিরের সভাপতি জয়দেব কর্মকার, সাধারণ সম্পাদক বেনু কুমার দত্ত, সহ-সভাপতি শ্যামল পোদ্দার, শ্রীকান্ত বিশ্বাস, বিপ্লব ঘোষ, সুকান্ত রায়, উজ্জল সরকার, মানিক, নয়ন বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক অশোক সরকার, বিজয় সেনসহ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 
 এছাড়াও রাজবাড়ী ইসকন মন্দির ও বিবেকানন্দ পল্লীতে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

রাজবাড়ীতে উল্টো রথ টানার মধ্যদিয়ে রথযাত্রা সম্পন্ন
রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড শ্রমিক দলের নতুন কমিটি গঠন
দাবী আদায়ে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
সর্বশেষ সংবাদ