রাজবাড়ী জেলার পাংশা উপজেলা রথযাত্রা উৎসব উদযাপন কমিটির উদ্যোগে গতকাল ৫ই জুলাই বিকালে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টোরথের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গতকাল শনিবার বিকাল ৫টায় ব্যানার ও বাদ্যযন্ত্র সহকারে পাংশা পুরাতন বাজারস্থ শ্রীশ্রী রাধা গোবিন্দ ও শিব মন্দির চত্বর হতে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি পাংশা শহরের প্রধান সড়ক হয়ে পাংশা আদি মহাশ্মশানের শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দিরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। সনাতন ধর্মের বহু নারী-পুরুষ দুই পাশে রশি ধরে শোভাযাত্রা কর্মসূচিতে অংশ নেয়।
শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টোরথের শোভাযাত্রায় রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, পাংশা আদি মহাশ্মশান কমিটির সহ-সভাপতি প্রান্তোষ কুমার কুন্ডু, পাংশা আদি মহাশ্মশান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন রায়, ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান শিক্ষক সুশীল মোদী, পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ^াস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা(কার্তিক সাহা), বিশিষ্ট ব্যবসায়ী চন্ডীচরণ ঘোষ, বিএনপি নেতা বিধান কুমার বিশ^াস, পাংশা আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ^াস, পাংশা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, পাংশা শিল্প ও বণিক সমিতির সনাতন ধর্মীয় সম্পাদক মোহনলাল আগরওয়ালা, শ্যামল সাহা, গৌতম বসাক, লাল্টু কুন্ডু, গোবিন্দ দত্ত ও প্রবীর কুন্ডুসহ সনাতন ধর্মীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ২৭শে জুন ৯দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৫ শুরু হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা উৎসব উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষায় পাংশা মডেল থানা পুলিশ কার্যকরী ভূমিকা পালন করে।