রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ৫ই জুলাই সন্ধ্যায় পৌর শহরের হাসপাতাল সড়কের সারের গোডাউন এলাকায় এক সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ হুমায়ুন শেখকে সভাপতি, রমজান আলীকে সাধারণ সম্পাদক ও ফরহাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটি গঠনের সময় জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ হারুন ও সাধারণ সম্পাদক শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।