গার্মেন্টস শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী দম্পতির সন্তান অনিক মাহমুদ নির্জন(২১) চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। বর্তমানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে।
জানা গেছে, মেধাবী শিক্ষার্থী অনিক মাহমুদ নির্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে মেধা তালিকায় ৩৮৪তম হয়েছে। এছাড়াও সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ১৯কলেজের গুচ্ছ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই মেধাবী শিক্ষার্থী। শিক্ষার্থী অনিক মাহমুদ নির্জন গাজীপুরের গাছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে ৪.৩৩ পয়েন্ট ও গাজীপুর শফিউদ্দিন কলেজ থেকে এইচএসসিতে মানবিক বিভাগ থেকে ৪.৪২ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়। সে প্রাথমিকের গন্ডি পার করে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের স্থানীয় একটি বিদ্যালয় থেকে। পরে তার বাবা গার্মেন্টসে চাকরী করায় তারা পরিবারসহ গাজীপুরে চলে যায়।
অনিক বর্তমানে গাজীপুরের বড়বাড়ী বোর্ড বাজার এলাকায় বসবাস করছে। তার পিতা শরীফুল ইসলাম একজন গার্মেন্টস শ্রমিক এবং মাতা মোছাঃ রূপালী আক্তার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের স্থায়ী ঠিকানা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অনিক নিজের স্বপ্ন ও আগ্রহের জায়গায় দাঁড়িয়েছেন। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ভর্তি নিশ্চিত করেছে। সে এখন বিশ্ববিদ্যালয়ের ডিপার্মেন্ট ব্যাচ-৬০ এবং ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম ব্যাচের একজন গর্বিত শিক্ষার্থী।
অনিক মাহমুদের এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তার এই অর্জন প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, স্বপ্ন ও আত্মবিশ্বাস থাকলে আর্থিক সীমাবদ্ধতাও ভবিষ্যতের পথ রোধ করতে পারে না।
অনিক মাহমুদের এই সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ তিনি এমন একটি পরিবেশে বেড়ে উঠেছেন যেখানে পড়াশোনার সুযোগ সীমিত থাকে। তার এই পথচলা প্রমাণ করে যে, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সাফল্যের চূড়ায় ওঠা সম্ভব।
অনিকের এই সাফল্যে এলাকাবাসী আনন্দিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন। তার এই কৃতিত্ব ভবিষ্যতে আরও অনেক গার্মেন্টস শ্রমিকের সন্তানদের পড়াশোনায় উৎসাহিত করবে বলে আশা করা যায়।
এ বিষয়ে অনিক মাহমুদ নির্জন বলেন, আমার ছোট বেলা থেকেই ইচ্ছে ছিলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। তাই আমি সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। পরিবারের আর্থিক সীমাবদ্ধতা থাকা স্বত্তেও আমার বাবা ও মা আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে পড়ালেখার বিষয়ে। যার কারণে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি।