ঢাকা সোমবার, জুলাই ৭, ২০২৫
পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার শোক মিছিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-০৬ ১৫:৩৭:৪৮

 যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গতকাল ৬ই জুলাই রাজবাড়ীতে পবিত্র আশুরা পালিত হয়েছে।
 ইতিহাস, শোক ও ত্যাগের মহিমায় ভাস্বর হিজরি ৬১ সনের এই দিনে দিনে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রাঃ)-এর শাহাদতের স্মরণে দিনটি ইসলামের ইতিহাসে এক বেদনাবিধুর ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত।
 পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে প্রতিবারের মতো এবারও রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে বিশাল শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ৬ই জুলাই সকাল ১০টায় রাজবাড়ী খানকা শরীফ(বড় মসজিদ) থেকে শোক মিছিলটি বের হয়। শোক মিছিলটি শহরের প্রধান সড়ক ও রাজবাড়ী বাজার প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
 শোক র‌্যালী শেষে খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গণে হযরত ইমাম হোসাইন(রাঃ) সহ কারবালা প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদতবরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন খানকা শরীফ বড় মসজিদের ইমাম হাফেজ মোঃ শাহজাহান।
 খানকা শরীফ বড় মসজিদের ইমাম হাফেজ মোঃ শাহজাহান বলেন, ১০ই মহররম প্রতি বছরের ন্যায় এবছরও রাজবাড়ী খানকাহ শরীফ বড় মসজিদ থেকে কারবালার প্রান্তরে নির্মম ও নৃশংসতার প্রতিবাদে এবং ইমাম হুসাইন(আঃ) এর ওপরে শোক প্রকাশ উপলক্ষে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রাজবাড়ী বাজার প্রদক্ষিণ করে আবার বড় মসজিদে এসে শেষ হয়। যেহেতু কারবালার প্রান্তরে ইমাম পরিবারকে যারা নৃশংস ভাবে হত্যা করেছিল তাদের প্রতি ধিক্কার, ঘৃণা জানানোর পূর্ব লক্ষণই হলো শোক র‌্যালী।
 রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া সভাপতি(ভারপ্রাপ্ত) নাসিম শফি বলেন, আজকের এই শোক র‌্যালীতে প্রায় ৩০ হাজার লোকের সমাগম হয়েছে। আমরা অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে মিছিলটি শেষ করেছি।
 শোক মিছিলে আঞ্জুমান-ই-কাদেরীয়ার কেন্দ্রীয় কমিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও ঢাকা আঞ্জুমান-ই কাদেরীয়ার সভাপতি মাহবুবুল আলম দুলাল, রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি(ভারপ্রাপ্ত) নাসিম শফি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ মোল্লা, ট্রেজারার গোলাম পাঞ্জাতুন লালটু, এসিস্ট্যান্ট ট্রেজারার মোঃ দলিল উদ্দিন দুলাল, সদস্য আব্দুল আজিজ কাদেরী খোকন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব, মোঃ জাকির হোসেন, মোঃ কুদরত-ই মওলা পান্না, খোন্দকার মাহমুদুল হক জুয়েল, মোহাম্মদ আমিন উদ্দিন শেখ, খানকা শরীফ জামে মসজিদের(বড় মসজিদের) ইমাম হাফেজ মোঃ শাজাহান, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা আঞ্জুমান-ই-কাদেরীয়ার প্রায় ৩০ হাজারের বেশি ভক্ত-মুরিদান শোক মিছিলে অংশগ্রহণ করে।
 অংশগ্রহণকারীদের নিরাপত্তায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আঞ্জুমান-ই-কাদেরীয়ার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক কাজ করে।
 কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়। পবিত্র আশুরা মানেই শোকের-মাতম। ধর্মপ্রাণ মুসলমানরা তাজিয়া মিছিলের মাধ্যমে তাদের শোকের বহিঃপ্রকাশ ঘটায়। এ ঘটনা স্মরণ করে সারাবিশ্বের মুসলমানরা যথাযোগ্য মর্যাদায় ত্যাগ ও শোক পালন করেন।

 

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার শোক মিছিল
পাংশা উপজেলায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দৌলতদিয়ায় পবিত্র আশুরা পালিত
সর্বশেষ সংবাদ