ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
ভ্রাম্যমাণ আদালতে মাদারীপুর সদরের ৩টি ইট ভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-২৯ ১৫:৪৬:৫৬

ভ্রাম্যমাণ আদালতে মাদারীপুর জেলার সদর উপজেলার মহিষের চর এলাকার ৩টি ইট ভাটাকে ৩ লক্ষ টাকা করে মোট ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

   পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় মাদারীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে গতকাল ২৯শে নভেম্বর এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কাগজপত্র না থাকা, জ্বালানী হিসাবে কাঠ ও ইট তৈরিতে অবৈধভাবে মাটি ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের সংশ্লিষ্ট ধারায় ইট ভাটা ৩টিকে এই জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম ও পরিদর্শক জাহিদ হাসানসহ পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ