ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
কালুখালীতে নির্বাচিত খামারীদের গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের উদ্বোধন
  • ফজলুল হক
  • ২০২২-১১-২৯ ১৫:৪৮:০৩

রাজবাড়ীর কালুখালীতে নির্বাচিত খামারীদের ৩ দিনব্যাপী গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
   প্রাণী সম্পদ অধিদপ্তরের গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় কালুখালী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে গতকাল ২৯শে নভেম্বর সকালে হাসপাতালের প্রশিক্ষণ হলরুমে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, অন্যান্যের মধ্যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক সরদার, কৃত্রিম প্রজননের উপ-পরিচালক ডাঃ কামাল বাসার, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আবু হেনা মোঃ আসিফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
   উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব তার বক্তব্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গরু লালন-পালন ও মোটাতাজকরণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও তিনি গরুর যেকোনো অসুস্থতায় ভেটেরিনারী হাসপাতালের সহযোগিতা নেয়ার আহ্বান জানান। 
   আলোচনা পর্বের শেষে প্রশিক্ষণে অংশগ্রহণে খামারীদের মধ্যে উন্নতমানের ভিটামিন ওষুধ বিতরণ এবং প্রাণী সম্পদ চিকিৎসকদের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার না করার জন্য তাদের প্রতি অনুরোধ জানানো হয়। 

 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ