রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আয়না আদর্শ একাডেমীতে নতুন অধ্যক্ষ মোঃ রকিব উদ্দিন খান মামুন ও উপাধ্যাক্ষ মোঃ আবুল হাসেম মন্ডল যোগদান করেছেন।
গত ৩০শে নভেম্বর সকালে তারা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বশির উদ্দিন মোল্লার নিকট যোগদানপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দিয়ে যোগদান করেন। এ সময় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আবজাল মোল্লা, হাফিজুর রহমান তছির মোল্লা, বিপ্লব চক্রবর্তী, শিক্ষক মোঃ আসাদুজ্জামান, মোঃ হাফিজুর, মোঃ ইয়াদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।