ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
রাজবাড়ীতে আরো ৫৯ জনের করোনা শনাক্ত॥মোট আক্রান্ত ২২৯২ জন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-২১ ১৫:৪৬:০৭
রাজবাড়ী জেলায় গতকাল শুক্রবার আরো ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলায় গতকাল শুক্রবার আরো ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ২হাজার ২৯২ জনে। 
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গতকাল ২১শে আগস্ট জেলার আরও ১১৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২৮ জন রাজবাড়ী সদর, ১২ জন পাংশা, ১ জন কালুখালী, ৫ জন গোয়ালন্দ ও ১৩ জন বালিয়াকান্দি উপজেলার। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৮ জন মারা গেছেন এবং ১ হাজার ২৬২ সুস্থ হয়েছেন। ২৭ জন হাসপাতালে ভর্তি এবং ৯২৮ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। 
  এছাড়া রাজবাড়ী জেলা থেকে এ পর্যন্ত ৮ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার মধ্যে ৮ হাজার ৬৬৫ জনের রিপোর্ট এসে পৌঁছেছে এবং ২১৪ জনের রিপোর্ট পেন্ডিং (অপেক্ষমাণ) রয়েছে।  
  উল্লেখ্য, গতকাল ২১শে আগস্ট যাদের রিপোর্ট এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার হাজেরা খাতুন(৪৮), নাজিম আরাফাত(৩০), শরিফুল ইসলাম(৪৮), আমিরুল(২৪), শারমিন খাতুন(২৪), সুবীর(২৫), রাজন(২৪), ছত্র রঞ্জন কুন্ডু(৬৬), ওলি কুন্ডু(৫২), সঙ্গীতা কুন্ডু(৩৩), সুফিয়া(৫০), কমেলা(৫০), শাহনেওয়াজ ইসলাম(৩৫), সেলিনা(৩০), ফরিদা আক্তার(৪০), সিয়াম(২১), ফেরদৌস(২১), লোকমান হোসেন(৩৩), সাদিয়া(৪৬), রামকৃষ্ণ ঘোষ(৬১), প্রিয়ন্ত ঘোষ(২৫), নিয়ামুল(৫০), আবিদা(১৫), রাকিবুল ইসলাম(৩৫), আবুল খায়ের(৬৩), আব্দুল হক(৬০), এম.এ খালেদ পাভেল(৩২), পাংশা উপজেলার মোঃ কাইয়ুম(৩৮), আব্দুল মাজেদ(৭৫), আমেনা বেগম(৬০), প্রতিভা কুন্ডু(৫০), মোঃ শাজানুল হক(৪২), চায়না(৫০), হুমায়ুন কবির(৬৫), সাইফুল ইসলাম(৪২), জহুরা বেগম(৬২), মোঃ রাজীব(২২), ফারিহা আক্তার(২৪), উত্তম সরকার(৬২), তিতাস(১৭), সাংবাদিক সমীর কুমার পাল(৩০), বালিয়াকান্দি উপজেলার মনোয়ারা বেগম(৫০), জাবির আল আরিফ(১৮), শ্যামল কুমার দাস(৬৫), মোঃ আল হেলাল(৩৩),  বাসুদেব বিশ্বাস(৫১), আলমগীর মোল্লা(৫৩), আব্দুল ওহাব সরদার(৩৯), শামসুল হুদা(৫২), শেফালী বেগম(৫০), আশরাফ(২১), সোহেল রানা(৩৫), গোয়ালন্দ উপজেলার মোঃ আজিজুল ইসলাম(৪০), মোঃ সরোয়ার আহম্মেদ(২৭), ফারহানা(৪৩), মোঃ ইউনুস(৭৫), তোফাজ্জেল মোল্লা(২৯), কালুখালী উপজেলার জাহাঙ্গীর আলম(৫০)।  

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ