ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
দৌলতদিয়ায় বাস থেকে ফেন্সিডিলসহ যাত্রী গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১২-০৩ ১৪:৩৫:৫৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্টে গতকাল ৩রা ডিসেম্বর ভোর রাত সাড়ে ৪টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশী করে ৬৫ বোতল ফেনসিডিলসহ যাত্রী আশানুর রহমান(২৬)কে পুলিশ গ্রেফতার করেছে।

 গ্রেফতারকৃত আশানুর রহমান যশোর জেলার শার্শা থানার গোগা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

 গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গতরাতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে চেকপাস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশী করা হয়। এ সময় ভোর ৪টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসইপিএল নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে আশানুর রহমানকে ৬৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

 এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গতকাল ৩রা ডিসেস্বর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 
 বালিয়াকান্দিতে বিজয় দিবস উপলক্ষ্যে প্রশাসনের আয়োজন প্রস্তুতিমূলক সভা
আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
দৌলতদিয়ায় বাস থেকে ফেন্সিডিলসহ যাত্রী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ