চলছে পবিত্র ঈদুল ফিতরের সরকারী ছুটি। ঈদের ছুটিতে সকলে পরিবারের সাথে ব্যস্ত সময় পাড় করলেও স্বাস্থ্য সেবা প্রদানে কর্মরত রয়েছে রাজবাড়ী জেলার ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা কর্মীরা।
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের কৃষক ফেলু শেখের স্ত্রী জরিনা বেগম(৩৫)। গত ২রা এপ্রিল দিনগত রাত সোয়া ৪টার দিকে জরিনা বেগম রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবার মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে।
জরিনা বেগম জানান, নিজ এলাকায় স্বাস্থ্য সেবা পেয়ে খুশি স্বামী কৃষক ফেলু শেখ ও তার পরিবারের সকল সদস্যরা। বর্তমানে তার নবজাতক সন্তান সুস্থ রয়েছেন।
জানা গেছে, রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে প্রসূতি জরিনা বেগম গর্ভবতী অবস্থায় ৪, ৬, ৮ ও ৯ মাসে মোট ৪টি এএনসি সেবা গ্রহণ করেন। দায়িত্বরত পরিবার কল্যাণ পরিদর্শিকা নুপুর হাবিব নিয়মিত স্বাস্থ্য সেবা ও স্বাভাবিক প্রসব করানোর বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় গত ২রা এপ্রিল দিনগত রাত সোয়া ৪টার দিকে জরিনা বেগমের স্বাভাবিক প্রসব করান তিনি।
আরো জানা গেছে, গত ৩ মাসে রামকান্তপুর ইউনিয়নে ৮টির মতো স্বাভাবিক প্রসব করানো হয়। একই ভাবে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এ সেবা চালু রয়েছে। গোয়ালন্দের প্রত্যন্ত চরাঞ্চলসহ সকল এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে এ সেবা পেয়ে খুশি।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলোতে সপ্তাহের ৭দিন ২৪ ঘন্টা ডেলিভারি সেবায় নিয়োজিত রয়েছে পরিবার পরিকল্পনা কর্মীরা। প্রত্যন্ত গ্রামাঞ্চলের গর্ভবতী মায়ের ডেলিভারি সহ নারীদের জরুরী সেবায় এ কার্যক্রম চালু করেছে সরকার। এছাড়া প্রতিটি কেন্দ্রের আওতায় গর্ভবতী এএনসি, পিএনসি, প্রসব সেবা পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি ভিত্তিক (খাবার বড়ি, কনডম, ইঞ্জেকশন, আইইউডি ইত্যাদি) সেবা চলমান থাকায় এলাকার মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি মিলেছে।
রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অঃ দাঃ) ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ এ এইচ মুহাম্মাদুল্লাহ জানান, ঈদের ছুটিতেও গ্রামের সাধারণ মানুষ যেন জরুরী ও ডেলিভারি সেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলোতে কর্মীরা এ সেবা প্রদান করে আসছে।