যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল ৩১শে মার্চ রাজবাড়ীসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করতে সকাল থেকেই রাজবাড়ী শহরের রেলওয়ে ঈদগাহ ময়দানে আসতে থাকে মুসুল্লিরা। শিশুরাও আসে অভিভাবকদের সঙ্গে।
রাজবাড়ী শহরের রেলওয়ে ঈদগাহ ময়দানে সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও প্রধান জামাতে অংশ নেন কয়েক হাজার মানুষ। এ কারণে ঈদগাহে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।
নামাজ শুরুর আগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক মাজহারুল ইসলাম জেলা প্রশাসকের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ঈদ জামাতে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নূরুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন।
ঈদ জামাতে ইমামতি করেন রাজবাড়ী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ ত্যাইয়াবী। ঈদের নামাজের মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। মোনাজাত শেষে কোলাকুলি করেন।
মাহে রমজানে মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ এবং পরকালের জীবনকে সমৃদ্ধ করেন। পার্থিব জীবনে মুসলমানদের জন্য এটা অনেক বড় আনন্দের বিষয়। আরও আনন্দের বিষয় হচ্ছে মাহে রমজান শেষে খুশির ঈদ। কারণ ঈদুল ফিতর যাকাত ও ফিতরা দিয়ে গরিবের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ ধনী-গরিবের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে।