জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১লা এপ্রিল রাতে শহরের রাবেয়া লাউঞ্জ এন্ড রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যাতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন এবং ২টি গান গেয়ে শোনান।
জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক খোন্দকার মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আনিছুর রহমান মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব ও কে এ সবুর শাহীন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সহধর্মিনী মাইনুন নাহার টফি, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য এ মজিদ বিশ্বাস, সদস্য কে এ সবুর শাহিন, সদস্য রইচ উদ্দিন ডিউক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এডঃ নেকবর হোসেন মনি, জেলা কৃষক দলের আহবায়ক আইয়ুবুর রহমান আইয়ুব, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতিসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং জিয়া মঞ্চের জেলা ও উপজেলার নেতাকর্মী এবং উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী জেলা জিয়া মঞ্চ সুন্দর একটি সংগঠন। এই সংগঠনটিকে শক্তিশালী সংগঠন হতে হবে। নিজেদের মধ্যে রাগ ক্ষোভ না রেখে সবাই একসাথে চলতে হবে। দেশকে ভালোবাসতে হবে। দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জিয়া মঞ্চ শক্তিশালী রাজনৈতিক সংগঠন হবে বলে আমি বিশ্বাস করি।
আলোচনা সভা শেষে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ঢাকা থেকে আগত শিল্পী বৃন্দরা এবং রাজবাড়ী স্থানীয় শিল্পী বৃন্দরা সংগীত পরিবেশন করেন।