ঢাকা বুধবার, এপ্রিল ২, ২০২৫
রাজবাড়ীতে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদ বাজার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৩-২৯ ১৯:৫৪:৫৫

পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র ১দিন। তাই শেষ মুহুর্তে জমে উঠেছে রাজবাড়ীর ঈদ বাজার। 
 রাজবাড়ী জেলা শহরের বিপণী বিতানগুলো থেকে শুরু করে ৫টি উপজেলার বিভিন্ন এলাকার মার্কেটগুলোতে বেচাকেনার ধুম পড়েছে। পছন্দসই পোশাক কেনার জন্য তরুণ-তরুণী, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে।
 শেষ মুহুর্তে রেডিমেড বা তৈরী পোশাকের দোকানগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
গতকাল ২৯শে মার্চ ইফতারের পরে রাজবাড়ী কাপড় বাজারে গিয়ে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
 এদিকে নিম্ন আয়ের ক্রেতারা বিভিন্ন হকার মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে বেশী। পোশাকের সাথে মিল রেখে কসমেটিকসের দোকাগুলোতে ভিড় করেছে তরুণীরা। ঈদ উপলক্ষে এখন ব্যস্ততার শেষ নেই টেইলার্সগুলোতেও। শেষ সময়ে টেইলার্সে দোকানে নতুন করে কোন অর্ডার নেয়া হচ্ছে না। আগে নেয়া কাজগুলো শেষ করার চেষ্টা করছে তারা। কোন রকম ফুসরত মিলছে না তাদের। যেভাবেই হোক ঈদের আগে সব জমানো কাজ শেষ করতে হবে।
 মেয়েদের তৈরী পোশাকের মধ্যে রয়েছে সারারা, গারারা, পাকিস্তানি,আগানূর কামিজ সেট, গাউন, আনারকলি ইত্যাদি জাতীয় থ্রি-পিচ বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি ছেলেরা ঝুঁকেছে বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবী, ফরমাল শার্ট, টি-শার্ট, ফিটিং শার্ট, নিত্য নতুন ডিজাইনের জিন্স, গেবার্ডিন প্যান্ট, বেল্ট, জুতা ও বিভিন্ন নামিদামি কোম্পানীর পারফিউমের প্রতি। মার্কেটগুলোতে দেশী পোশাকের পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি ও থাই পোশাকের সমারোহ লক্ষ্য করা যাচ্ছে।
 রাজবাড়ী শহরের বড় বাজারের কাদেরীয়া সুপার মার্কেটের তমাল ফেব্রিক্সের মালিক তমাল বলেন, গত বছর ঈদের তুলনায় এবার বেশ ভালোই বিক্রি চলছে। রমজানের শেষের দিকে ভিড় কিছুটা বেশী। তাই বিক্রিতে কোনও ক্লান্তি নেই, গভীর রাত পর্যন্ত আমরা প্রতিষ্ঠান খোলা রাখছি।
 কাদেরীয়া সুপার মার্কেটের নিউ ফ্যাশন গার্মেন্টসের মালিক মিতুল বলেন, আমাদের কাছে বাংলাদেশী, ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন ধরনের পোশাকের সমারোহ রয়েছে। তবে এবার ঈদে রাজবাড়ীতে মেয়েদের পছন্দের শীর্ষে ভারতীয় ও পাকিস্তানি পোশাক। তাই এগুলো বেশি বিক্রি হচ্ছে। দুই হাজার থেকে শুরু করে ৮ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের পোশাক রয়েছে। মেয়েদের পছন্দের শীর্ষে সারারা, গারারা।
 রাজবাড়ী বস্ত্রবিতানের মালিক আজিজ মন্ডল বলেন, এবারের ঈদে নারীদের পছন্দের শীর্ষে শাড়ি রয়েছে। নারীরা তাদের পছন্দের বিভিন্ন ধরনের শাড়ি কিনছেন। আমাদের কাছে কাতান, বেনারশি, জামদানী শাড়ী, সুঁতি, সিল্ক, টাঙ্গাইল, ভারতীয় কাঞ্চিপুরম শাড়ি সহ বিভিন্ন শাড়ি রয়েছে। ধরণ ভেদে দামের ভিন্নতা রয়েছে। এর মধ্যে পছন্দের শীর্ষে রয়েছে ভারতীয় কাঞ্চিপুরম শাড়ি।
 ঈদের কাপড় কিনতে আসা ক্রেতা জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতিবারই ঈদে নিত্য নতুন পোশাক আসে। এবার বাজারে ভারতীয় ও পাকিস্তানি পোশাকের সমারোহ বেশি। দাম মোটামুটি সাধ্যের মধ্যে রয়েছে। আমি একটি পাকিস্তানি জামা কিনেছি। এছাড়াও একটি কাঞ্চিপুরম শাড়ি নিয়েছি। বাচ্চাদের জন্যেও কেনাকাটা শেষ।
 রাজবাড়ী কাপড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন জানান, বাজারে ক্রেতাদের সমাগম রয়েছে। তারা নির্বিঘ্নে তাদের পছন্দ অনুযায়ী পোশাক কিনতে পারছে। বাজারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।
 রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, রমজান ও ঈদকে ঘিরে বাজারে যেন সবকিছুর দাম নিয়ন্ত্রণে থাকে তার জন্য সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও যদি কারও বিরুদ্ধে দাম বেশী নেয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

 

রাজবাড়ীতে জিয়া মঞ্চের ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে গান গাইলেন সাবেক এমপি খৈয়ম
যথাযথ ধর্মীয় মর্যাদা ও আনন্দ ঘন পরিবেশে রাজবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
রাজবাড়ী শহরে পবিত্র ঈদুল ফিতরের জামাত কোথায় কখন
সর্বশেষ সংবাদ