ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী সোশিও কালচারাল ফোরামের ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৫-০৩-৩০ ১৬:৫৫:৫৪

রাজবাড়ী সোশিও কালচারাল ফোরাম (আরএসসিএফ)-এর উদ্যোগে গতকাল ৩০শে মার্চ দুপুরে শহরের সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং সন্ধ্যায় রাজবাড়ী কনভেনশন সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
 দোয়া ও মাহফিলের আগে আরএসসিএফ’র মুখপাত্র নিলয় সাহা নীলের সঞ্চালনায় রাজবাড়ী সোশিও কালচারাল ফোরামের প্রধান উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ ইকবাল হোসেন, রাজবাড়ী সোশিও কালচারাল ফোরামের সভাপতি রাকিবুল ইসলাম হৃদয় বক্তব্য রাখেন।
 এ সময় মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স, রাজবাড়ী সদর উপজেলা সাবেক ভাইচ চেয়ারম্যান রকিবুল ইসলাম পিয়াল, আল্লা নেওয়াজ খাইরু উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারহানা জাহান মিনি ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতিসহ রাজবাড়ী সোশিও কালচারাল ফোরামের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
 এ সময়ে বক্তারা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী সোশিও কালচারাল ফোরামের পক্ষ থেকে জেলা স্কুলে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিবছর সিয়াম সাধনার মাসে আমরা একত্রিত হয়ে ইফতার করি এবারও তাই করেছি। প্রতি বছর এভাবেই যেনো দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি সেই দোয়া করবেন।
 ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ভাজনচালা মাদ্রাসার মাওলানা শিক্ষার্থী দোয়া আব্দুর রহমান।
 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ