পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সবাই বাড়িতে থাকলেও বন্ধের সময়ে রাজবাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে এএনসি, পিএনসি, এনভিডি, আইইউডি, ইনজেকশন, কনডম, সুখী সেবা দেয়া হচ্ছে। এছাড়াও পরিবার পরিকল্পনার স্বাভাবিক প্রসব, সাধারণ রোগী সেবা, কিশোর-কিশোরী সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা উল্লেখযোগ্য। ঈদের সময় এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। এছাড়া সেবার মান বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় -মাতৃকণ্ঠ।