ঢাকা বুধবার, এপ্রিল ২, ২০২৫
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
  • সুলতানা আক্তার
  • ২০২৫-০৩-২৯ ১৯:৫১:৩৫

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের জন্য আনন্দ ও আত্মশুদ্ধির এক বিশেষ বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। রমজান মাসে সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাধ্যমে আমরা আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করি, আর ঈদ-উল-ফিতর সে সাধনার প্রতিদানস্বরূপ আমাদের জীবনে আসে খুশি ও প্রশান্তির বার্তা নিয়ে। ঈদের আনন্দ নিছক পার্থিব নয়, এটি আত্মার প্রশান্তি, পরিশুদ্ধি ও পরিপূর্ণতার আনন্দ। এ দিনে ধনী-গরিব, উঁচু-নিচু, সকল বিভেদ ভুলে মানুষ মিলিত হয় এক অভিন্ন অনুভূতিতে সৌহার্দ্য ও ভালোবাসার এক পবিত্র বন্ধনে।
 ঈদের প্রকৃত শিক্ষা হলো- মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ও সাম্যের আদর্শকে বাস্তব জীবনে প্রতিফলিত করা। ঈদ ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে নিয়ে আসে, সাম্যের বার্তা প্রচার করে এবং সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও সহানুভূতির পরিবেশ সৃষ্টি করে। সংযম, সততা, ধৈর্য ও মানবিকতার যে শিক্ষা আমরা রমজানে গ্রহণ করি তার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই মিলেমিশে কাজ করব এ হোক আমাদের অঙ্গীকার।
 উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের প্রত্যাশায় রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের আলোয় সবার হৃদয় হোক উজ্জ্বল, সকল বিভেদ দূর হয়ে মানুষ হোক মানুষের পরম আশ্রয়। এ উৎসবের খুশি ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে।
(সুলতানা আক্তার)
জেলা প্রশাসক
রাজবাড়ী।

 

 পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের বাণী
রাজবাড়ী জেলার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সকলের ঐকান্তিক প্রচেষ্টা দরকার----জেলা প্রশাসক
সর্বশেষ সংবাদ